সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিশেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আবু জাফর। তিনি এক সময়ে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল হিশেবে দায়িত্ব পালন করেছিলন।
রাষ্ট্রদূত হিশেবে আমিরাতে নিয়োগের আগে তিনি অস্ট্রিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মোহাম্মাদ আবু জাফর ১৯৯১ সালে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হিসাবে যোগ দেন। তিনি এর আগে নেদারল্যান্ডস, করাচি, লস এঞ্জেলেস, দুবাই ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তিনি শেরে-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ এবং যুক্তরাষ্ট্রের প্রেসটন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন। তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক এডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর পড়াশোনা করেছেন।