­
­
শুক্রবার, ২ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশে ফিরছেন জোবাইদা রহমান : ৪ ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি  » «   ভারত-পাকিস্তান : প্রকাশ্যে যুদ্ধংদেহি, আড়ালে বিশাল বাণিজ্য  » «   বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট, কোম্পানি বলছে ‘সাময়িক’  » «   পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞায় কী প্রভাব পড়বে বাংলাদেশ–ভারতে  » «   কাশ্মীর হামলা: কেমন হতে পারে ভারতের জবাব, ইতিহাস কী বলে?  » «   মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?  » «   বিএনপি না জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?  » «   সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «  

ফ্রান্সের মূলধারার রাজনীতিতে দুই বাংলাদেশী
কাউন্সিলর প্রার্থী নয়ন এনকে ও সরুফ ছদিওল



ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন পেশায় আলোকিত পদচারণা বাড়ছে।বাংলাদেশি প্রবাসীদের  কর্মদক্ষতা মাল্টিকালচারাল দেশগুলোতে বেশ প্রসংশীত হচ্ছে দিন দিন। ইতিমধ্যে মূলধারার রাজনীতিতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডাতে বাংলাদেশীরা নিজ নিজ দেশের পার্লামেন্টে জনগণের প্রতিনিধিত্ব করছেন। ইউরোপের ফ্রান্সে, ধীরে ধীরে বাংলাদেশি কমিউনিটির ভিত্তি শক্ত হচ্ছে। সেই সাথে বাড়ছে- বাংলাদেশিদের নানা আলোকিত কর্মপদচারণাও।  রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিরা চেষ্টা করছেন- ফরাসির মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার। এবার ফ্রান্সে যেন সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে।

আগামী ১৫ ও ২২ মার্চ ফ্রান্সে একযোগে অনুষ্ঠিত হবে স্থানীয় প্রশাসন সরকার নির্বাচন । সে নির্বাচনে ফ্রান্সে এবারের স্থানীয় প্রশাসন সরকার নির্বাচনে কাউন্সিলর  হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন- বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসি নাগরিক সরুফ ছদিওল ও নয়ন এনকে ।

এই দুই জন বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসি নাগরিক ফ্রান্সের স্থানীয় প্রশাসন সরকার নির্বাচনে ভিন্ন ভিন্ন এলাকা থেকে এবারের নির্বাচনে কাউন্সিল প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন ।

নয়ন এনকে বাগেনিকস সুর সেইন (Vigneux sur seine) এলাকা থেকে সিটি কর্পোরেশন নির্বাচনে  লা ফ্রান্স ইনসোমাইস  (LFI) দলের হয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন।

নয়ন এনকে ১০বছর বয়সে ফ্রান্সে আসেন।বাংলাদেশের মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় জন্ম। তিনি ইন্টারন্যাশনাল বিসনেস ম্যানেজমেন্ট এবং Conseil Etudes et Recherche এর ওপর ডাবল মাস্টার্স  করেছেন।
বর্তমানে  ফ্রান্সের Université Paris Est Marne-la-Vallée বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে  কর্মরত আছেন। জানান গেছে, দল থেকে তার কাউন্সিলর পদে নির্বাচন করা ইতিমধ্যে নিশ্চিত হয়েছে।

অন্যদিকে সরুফ ছদিওল  প্যারিসের নিকটবর্তী সেন্দেনিস সেন্ট্রাল থেকে সোসালিস্ট পার্টি‘র হয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন ।২০১১ সালে সোসালিস্ট পার্টিতে তিনি যোগদান করেন। তিনি মেয়র প্রার্থী মাতিউ হানাতার প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে ।

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগাঁও গ্রামের সন্তান প্রায় ১৯ বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন।  পিতার নাম -দুদু মিয়া ছদিওল । সেন্দেনিস এলাকাতে তার ২টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছেন।

আগামী ১৫ এবং ২২ মার্চ নির্বাচনে এই দুই প্রার্থী বাংলাদেশী প্রবাসীদের কাছে দোয়া এবং তাদের ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ জানিয়েছেন।

এদিকে দুই প্রবাসী বাংলাদেশির ফ্রান্স সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় কমিউনিটির মানুষজন অত্যন্ত খুশি । তারা দুই প্রার্থীর বিজয় প্রত্যাশা করেন । আশাবাদ করেন দুই প্রার্থী এই চ্যালেঞ্জে বিজয়ী হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন।

গত ১৯ শে নভেম্বর ২০১৯ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরণ মেয়র সম্মেলনে নির্বাচনের দিন ঘোষণা করেন।এসময় তিনি মেয়রদের ক্ষমতা বৃদ্ধির কথা উল্লেখ করেন ।নির্বাচনী তারিখ ঘোষণার পর থেকে ফ্রান্সে নির্বাচনী এলাকায় প্রার্থী ও ভোটারদের মাঝে নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

প্রসঙ্গত  স্বাধীনতা যুদ্ধের পর থেকেই বাংলাদেশিরা ফ্রান্সে অভিবাসী হতে শুরু করলেও মূলত নব্বই দশকের শেষদিক থেকে  এই সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং ২০০০ সালের পর তা কয়েকগুণ বৃদ্ধি পায়।যদিও সঠিক কোন পরিসংখ্যাণ নেই। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা মতে, বর্তমানে দেশটিতে প্রায় ৭০ হাজারের অধিক প্রবাসী বাংলাদেশীর বাস করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন