­
­
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ: বাংলাদেশের জন্য সুযোগও সৃষ্টি হতে পারে  » «   ১০০ ডলারের টি-শার্টের শুল্ক ৪৯ ডলার!  » «   বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «  

‘ছাত্রলীগের সন্ত্রাস-দুর্নীতি দেশের সর্বনাশ ডেকে এনেছিল’



‘ছাত্রলীগের দানবীয় সন্ত্রাস-দুর্নীতি অতীতে দেশের সর্বনাশ ডেকে এনেছিল। বর্তমানেও সে আশঙ্কা দেখা দিয়েছে।’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

সোমবার (২৩ ডিসেম্বর)  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ডাকসু’র ভিপি নূরকে দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

রবিবার (২২ ডিসেম্বর) ডাকসু কার্যালয়ের অভ্যন্তরে গিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের হামলার ঘটনায় গুরুতর আহত হন ভিপি নূরুল হক নূর, ফারাবি ও অন্যান্যরা। তাদের দেখতে হাসপাতালে যান স্বাধীনতাত্তোর ডাকসু’র প্রথম ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম। এসময় তিনি নূরের সাথে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। ফারাবি ও অন্যান্যদের শারীরিক অবস্থারও খোঁজ নেন তিনি। এসময় তিনি আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

নুরসহ ছাত্রদের ওপর নৃশংস আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে হাসপাতালে অপেক্ষমান সাংবাদিক ও ছাত্রদের উদ্দেশ্যে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় সভাপতি-সাধারণ সম্পদকের উপস্থিতিতে মুক্তিযুদ্ধ মঞ্চের নামে ছাত্রলীগের নেতাকর্মীরা যে আক্রমণ চালিয়েছে তা ক্ষমার অযোগ্য। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার করতে হবে।

ডাকসুর সাবেক ভিপি সেলিম সরকার ও সংশ্লিষ্ট মহলকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, স্বাধীনতাত্তোরকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত খুনের আসামি ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে আসীন হয়েছিল। তাদের সন্ত্রাস বিশ্ববিদ্যালয়কে কেবল অস্থিতিশীল করেনি জাতীয় পর্যায়ে দুর্যোগ বয়ে এনেছিল। আজও সেই আশঙ্কা দেখা দিয়েছে। সরকার দলের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতারা দুর্নীতি ও সন্ত্রাসে এমনভাবে জড়িয়ে পড়েছে যা দেশে বড় ধরণের বিপর্যয়ের কারণ হয়ে উঠেছে। এর দায় একদিকে যেমন সরকার ও ক্ষমতাসীনদের তেমনি তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও।

ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিও তিনি দাবি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন