বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
সাংবাদিক আব্দুল বাছিত রফির পিতা হাজী মো: আব্দুল হান্নান এর মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক  » «   বাংলাদেশে ব্রিটিশ-বাংলাদেশিদের সম্পদ সুরক্ষায় অন্তবর্তীকালীন সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে  » «   ইস্টহ্যান্ডস চ্যারিটির উদ্যোগে ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালায় বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ  » «   হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের  বিরুদ্ধে নীতিহীন কর্মকান্ডের অভিযোগ  » «   সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

‘ছাত্রলীগের সন্ত্রাস-দুর্নীতি দেশের সর্বনাশ ডেকে এনেছিল’



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

‘ছাত্রলীগের দানবীয় সন্ত্রাস-দুর্নীতি অতীতে দেশের সর্বনাশ ডেকে এনেছিল। বর্তমানেও সে আশঙ্কা দেখা দিয়েছে।’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

সোমবার (২৩ ডিসেম্বর)  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ডাকসু’র ভিপি নূরকে দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

রবিবার (২২ ডিসেম্বর) ডাকসু কার্যালয়ের অভ্যন্তরে গিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের হামলার ঘটনায় গুরুতর আহত হন ভিপি নূরুল হক নূর, ফারাবি ও অন্যান্যরা। তাদের দেখতে হাসপাতালে যান স্বাধীনতাত্তোর ডাকসু’র প্রথম ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম। এসময় তিনি নূরের সাথে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। ফারাবি ও অন্যান্যদের শারীরিক অবস্থারও খোঁজ নেন তিনি। এসময় তিনি আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

নুরসহ ছাত্রদের ওপর নৃশংস আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে হাসপাতালে অপেক্ষমান সাংবাদিক ও ছাত্রদের উদ্দেশ্যে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় সভাপতি-সাধারণ সম্পদকের উপস্থিতিতে মুক্তিযুদ্ধ মঞ্চের নামে ছাত্রলীগের নেতাকর্মীরা যে আক্রমণ চালিয়েছে তা ক্ষমার অযোগ্য। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার করতে হবে।

ডাকসুর সাবেক ভিপি সেলিম সরকার ও সংশ্লিষ্ট মহলকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, স্বাধীনতাত্তোরকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত খুনের আসামি ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে আসীন হয়েছিল। তাদের সন্ত্রাস বিশ্ববিদ্যালয়কে কেবল অস্থিতিশীল করেনি জাতীয় পর্যায়ে দুর্যোগ বয়ে এনেছিল। আজও সেই আশঙ্কা দেখা দিয়েছে। সরকার দলের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতারা দুর্নীতি ও সন্ত্রাসে এমনভাবে জড়িয়ে পড়েছে যা দেশে বড় ধরণের বিপর্যয়ের কারণ হয়ে উঠেছে। এর দায় একদিকে যেমন সরকার ও ক্ষমতাসীনদের তেমনি তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও।

ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিও তিনি দাবি জানান।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন