­
­
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «  

ফ্রান্সে পররাষ্ট্রমন্ত্রী  ড.এ কে আব্দুল মোমেন সংবর্ধিত
ফ্রান্স প্রবাসীদের সমস্যা নিরসনের আশ্বাস



সিলেট বিভাগের প্রাচীনতম ঐতিহ্যবাহী  সংগঠন -জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখা বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও জালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য ড. এ কে. আব্দুল মোমেন কে গণসংবর্ধনা দিয়েছে । অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী ও  ১৫টিরও অধিক বাংলাদেশী সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

২০ অক্টোবর,  রবিবার   প্যারিসের একটি  অভিজাত  হলে  জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার ভারপ্রাপ্ত সভাপতি খসরুজ্জামানের  সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক আলী হুসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হুসেন।

প্রবাসী নেতৃবৃন্দ পররাষ্ট্র মন্ত্রীর কাছে প্যারিস- ঢাকা রুটে পুনরায় বিমানের ফ্লাইট চালুকরণ, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে স্বদেশে সরাসরি  রেমিট্যান্স প্রেরণ,সরকারী খরচে প্রবাসীদের মরদেহ দেশে প্রেরণ, বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ, দূতাবাসের সেবার মান বৃদ্ধি ইত্যাদি  গুরুত্বপূর্ণ দাবি দাওয়া  তুলে ধরেন।

প্রধান অতিথি ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং বর্তমান সকারের গৃহীত প্রবাসীকল্যাণমুখী নানাবিধ পদক্ষেপ  উপস্থাপন করেন এবং জালালাবাদ এসোসিয়েশন এর পক্ষ থেকে প্রবাসীদের  দাবীসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ফ্রান্স কমিউনিটি ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, সালেহ আহমেদ চৌধুরী,তাহের ভার, সুনাম উদ্দিন খালিক, মুক্তিযোদ্ধা জামিলুর রহমান আশরাফ ইসলাম , লেবানন জালালাবাদের প্রতিষ্ঠাতা সভাপতি লোকমান হোসেন, সহসভাপতি আলতাফুর রহমান, সরয়ার হোসেন টিপু,যুগ্ম সম্পাদক বাদল মিয়া,কোষাদক্য আজাদ মিয়া,সাংগঠনিক আজাদ আহমদ, মনোয়ার হোসেন মুজাহিদ,সদস্য জে আর সুমন,আশরাফুর রহমান,রুবেল আহমদ,আজাদ উদ্দিন,আনোয়ার মিয়া,মতিউর, জুয়েল আহমদ, মাছুম আহমদ, ফরহাদ আহমদ, সুমন সহ আরো অনেক ।

আলোচনায় অংশগ্রহণকারী প্রবাসী নেতৃবৃন্দ পররাষ্ট্র মন্ত্রীর কাছে প্যারিস- ঢাকা রুটে পুনরায় বিমানের ফ্লাইট চালুকরণ, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে স্বদেশে সরাসরি  রেমিট্যান্স প্রেরণ, প্রবাসীদের মরদেহ সরকারী খরচে দেশে প্রেরণ, বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ, দূতাবাসের সেবার মান বৃদ্ধি ইত্যাদি  গুরুত্বপূর্ণ দাবি দাওয়া  তুলে ধরেন।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন  থেকে তেলাওয়াত করেন এম এ করিম মুছাব্বির। এরপর সুমা দাস এর নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশন করেন বাংলা স্কুল ফ্রান্সের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয়সহ মানপত্র পাঠ করেন এসোসিয়েশনের ট্রেজারার এ.এম. আজাদ। বিপুল সংখ্যক ফ্রান্স প্রবাসীদের উপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রী এবং জালালাবাদ এসোসিয়েশন ঢাকার আজীবন সদস্য   ডঃ এ কে মোমেন কে  ফ্রান্সের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন – জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স, গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্স, ফ্রান্স বাংলা স্কুল, বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্ট ,ছাতক দুয়ারা জনকল্যাণ পরিষদ ফ্রান্স,ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন, সুনামগঞ্জ সদর ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স,জাউয়াবাজার উপজেলা চাই বাস্তবায়ন পরিষদ ফ্রান্স,গোল্ডেন সোসাইটি ফ্রান্স, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স ও ঢাকা বিভাগ এসোসিয়েশন এর নেতৃবৃন্দরা প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সংবর্ধনা সভার সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভা সমাপ্তির  পর দ্বিতীয় পর্বে  অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান। ফ্রান্সের স্থানীয় প্রবাসী শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন