­
­
শনিবার, ১২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মার্চ ফর গাজা: ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সোহরাওয়ার্দীতে জনসমুদ্র  » «   চারুকলায় আগুনে পুড়ে গেছে আলোচিত ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ, রহস্যজনক বলছে পুলিশ  » «   ট্রান্সশিপমেন্ট বাতিলে ভারতের বিতর্কিত সিদ্ধান্তের নেপথ্যে যা  » «   ‘বাংলাদেশিসহ’ ৪০ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠাল ইতালি  » «   বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?  » «   আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল  » «   ২০২৪ সালে লন্ডন ছেড়েছেন ১১ হাজার ধনী, কোথায় যাচ্ছেন তাঁরা  » «   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে নেমে আসবে: গভর্নর  » «   মডেল মেঘনা বিশেষ ক্ষমতা আইনে জেলে, অভিযোগ ছাড়াই আটকের যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন  » «   ‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করবে ছায়ানট  » «   মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল  » «   যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ: বিপজ্জনক খেলা, পথ নেই পিছু হটার  » «   বিশ্বকে বদলে দিতে বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ  » «   প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি  » «   নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «  

বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র বার্ষিক সামার ট্রিপ
ব্রাইটনের সমুদ্রে আনন্দে কেটেছে সারাদিন



১ সেপ্টেম্বর, রবিবার বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে আয়োজন করে বার্ষিক সামার ট্রিপ । লন্ডন থেকে ব্রাইটনের সমুদ্র সৈকতে সকাল সাড়ে ৯ টায় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোড থেকে  কোচ  যাত্রা  করে ব্রাইটনে পৌছায়  সকাল ১১ টায়। সেখানে সকলে মিলে একটি বোট নিয়ে ব্রাইটনের পুরো সমুদ্র ভ্রমণ করেন।

বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র উদ্যোগে বার্ষিক সামার ট্রিপ আয়োজন করা হয় ১ সেপ্টেম্বর, রবিবার।

লন্ডন থেকে ব্রাইটনের সমুদ্র সৈকত।সকাল সাড়ে ৯ টায় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোড থেকে একটি কোচ নিয়ে যাত্রা শুরু করে। সোয়া ১১ টায় ব্রাইটনে পৌঁছে যায়।একটি বোট নিয়ে ব্রাইটনের পুরো সমুদ্র ভ্রমণ করেন। ব্রাইটনের তরুন ব্যবসায়ী আকলাখ হোসেন শিলু সবাইকে সেখানে স্বাগত জানান।

সমিতির সদস্যরা  নৌবিহার  দারুণ  উপভোগ করেন। সমবেত কণ্ঠে সকলের কণ্ঠে ছিল বাঙালি ঐতিহ্যের নানা গাণ। ওরে নীল দরিয়া  আমায় দেরে দে ছাড়িয়া/ ওরে সাম্পানের নাইয়া/ আমায় দেরে দে ভিড়াইয়া।
কোন মেস্তরি নাও বানাইলো এমন দেখা যায়/ ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় / বাউল আব্দুল করিম বলে বুঝে উঠা দায়/কোথা হইতে আসে নৌকা কোথায় চলে যায়/ ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায়/আগে কি সুন্দর দিন কাটাইতাম/আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ইত্যাদিতে মুখর ছিল সমুদ্র ভ্রমণ।

গ্রান্ড রসইয়ের শেফ সরওয়ারের হাতের রান্না করা মজাদার নানা পদের খাবারে উপভোগ করেন দুপুরের খাবার। তারপর শুরু হয় বিভিন্ন ধরণের গ্রামীন খেলাধূলা। হাড়ি ভাংগা, রশি টানা ,ফুটবল।খেলার পরে অনুষ্ঠিত হয় রাফেল ড্র।

বাউল গান গেয়ে মাতিয়ে রাখেন সাহেদ আহমদ, আবু আহমদ সরওয়ার ও আমিনুল হক। ফেইসবুকে সার্বক্ষণিক লাইভ করে সমুদ্র সৈকতের আনন্দ ভ্রমণের বিষয়টি স্মৃতিময় করে রাখেন জাকারিয়া মাহমুদ। পুরো আনন্দ যাত্রার সমন্বয়ক ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক মুজিব রহমান ও বিনোদন সম্পাদক মমিনুল ইসলাম লিমন।

আনন্দ ভ্রমণে অংশনেন বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সভাপতি মামুন রশীদ, সহসভাপতি দিলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক কামরুল হোসেন মুন্না, কোষাধ্যক্ষ জাকির হোসেন, আলী বেবুল, আকরম আলী এমাদ,আবু বক্কর খসরু,মোহাম্মদ আলম,আব্দুল আলীম,সফিকুল হক এবাদ,জামাল উদ্দিন ,আহমদ হোসেন,মানিক হোসেন,ফাজায়েল আহমদ তারেক,সাইদুর রহমান,আবু কাওছার,নুরুল ইসলাম,মুসলেহ উদ্দিন ,আবুল হোসেন,নোমান হোসেন আলম,মুজিবুর রহমান ও ছাদিক আহমদ।

আনন্দভ্রমণ শেষ পর্বেও ছিল নানা আয়োজন। গাণ, কৌতুক ও স্মৃতিচারণে ব্রাইটন টু লন্ডনের পথও  ছিল দারুণ উপভোগ্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন