­
­
শনিবার, ১২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মার্চ ফর গাজা: ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সোহরাওয়ার্দীতে জনসমুদ্র  » «   চারুকলায় আগুনে পুড়ে গেছে আলোচিত ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ, রহস্যজনক বলছে পুলিশ  » «   ট্রান্সশিপমেন্ট বাতিলে ভারতের বিতর্কিত সিদ্ধান্তের নেপথ্যে যা  » «   ‘বাংলাদেশিসহ’ ৪০ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠাল ইতালি  » «   বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?  » «   আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল  » «   ২০২৪ সালে লন্ডন ছেড়েছেন ১১ হাজার ধনী, কোথায় যাচ্ছেন তাঁরা  » «   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে নেমে আসবে: গভর্নর  » «   মডেল মেঘনা বিশেষ ক্ষমতা আইনে জেলে, অভিযোগ ছাড়াই আটকের যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন  » «   ‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করবে ছায়ানট  » «   মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল  » «   যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ: বিপজ্জনক খেলা, পথ নেই পিছু হটার  » «   বিশ্বকে বদলে দিতে বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ  » «   প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি  » «   নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «  

লন্ডনে শতবর্ষী শাহারপাড়া সপ্রাবি ‘র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত



সিলেট বিভাগের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ (১৯১৮-২০১৮) উদযাপন ও যুক্তরাজ্যে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।

৮ জুলাই সোমবার দ্যা অট্রিয়াম লন্ডনের ভ্যানুতে সুনু মিয়া কামালীর সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী, সাবেক ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট গল্পকার লুৎফুর রহমান কামালীর প্রাণবন্ত পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন কমিটির সদস্য মতিউর রহমান কামালী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন কমিটির সদস্য শোয়েব কামালী, সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, শাহ আলম কামালী, শায়েখ কামালী।

সভায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন শেখ এম এ খালেক, ৭ নং সৈয়দপুর শাহারপাড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ তৈয়ব মিয়া, ইউসুফ কামালী, জাহাঙ্গীর হোসেন কামালী, মাস্টার আরবাব হোসেন কামালী, ইন্জিনিয়ার সদরুল হোসেন কামালী, মানিক মিয়া কামালী, তাহের কামালী, খালেদ কামালী, ফখরুল কামালী, আব্দুল আওয়াল কামালী সেজু , আজহার কামালী, ছফুর কামালী ও মখলিছ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী শাহ জিল্লুর রহমান কামালী। কবিতা আবৃত্তি করেন সামির হোসেন কামালী ও সিতু মিয়া কামালী।

অনুষ্ঠানে শতবর্ষী শাহারপাড়া সপ্রাবি ‘র প্রাক্তন শিক্ষক জনাব সৈয়দ তকদ্দুছ আলীকে শিক্ষক সম্মাননা স্মারক ২০১৯ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন শতবর্ষী শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্বনামধন্য এ প্রতিষ্ঠানটি এখন আমাদের ঐতিহ্যের স্মারক। এ প্রবাসে থেকেও আমরা ছুটে যাই, ছোট বেলার পাঠশালায়। বুকে লালন করি আমাদেরর কৈশোর শৈশব ও পাঠশালার স্মৃতি।

শাহারপাড়া সপ্রা স্কুলের শতবর্ষ উদযাপন ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের মিলন মেলায় অনেক প্রাক্তন শিক্ষার্থীরা পাঠশালার সহপাঠীদের পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন । একে অপরকে জড়িয়ে ধরে স্কুল জীবনের স্মৃতিচারণ করেন। অনেকেরই দীর্ঘদিন পর একে অপরের সাথে দেখা হয়, তাতে সবাই মন খুলে আনন্দ প্রকাশ করেন।
উপস্থিত সবাই শতবর্ষ উদযাপন কমিটিকে এ নান্দনিক প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলার আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। আগামীতেও এ আয়োজনের ধারাবাহিকতা রক্ষার জন্য অনেকেই আহবান জানান।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে শতবর্ষ উদযাপন কমিটির সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান কামালী, শোয়েব কামালী, মতিউর রহমান কামালী, মুহাম্মদ শাহেদ রাহমান, শাহ্ আলম কামালী, হারিক কামালী, রফু কামালী, শায়েখ কামালী, রউজ কামালী, রায়হান কামালী।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। হারিক কামালীর পরিচালনায় বিলেতের জনপ্রিয় শিল্পী তন্বী, অমিত , মানিক মিয়া কামালী, সাদিক কামালী, ফিরুজ কামালী, শামীম কামালী এতে সঙ্গীত পরিবেশন করেন।
নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন