গতবছরের মতো রেমিটেন্স যোদ্ধাদের সম্মানে ইফতারের আয়োজন করে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রবাসিদের সংগঠন গোলাপগঞ্জ প্রবাসি উন্নয়ন পরিষদ। বৃহস্পতিবার শারজাহের রোলাস্থ বাংলাদেশি অধ্যুষিত এলাকায় রেমিটেন্স যোদ্ধাদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ পূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী আব্দুর রব । সাধারণ সম্পাদক ডা. সামছুল ইসলাম ও শাহীদুল হক সোহেলের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেটের ২য় সচিব মোজাফফর হোসেন।
এ সময় আরো বক্তব্য রাখেন গোলাপগন্জ প্রবাসী উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা হাবীবুর রহমান চুন্নু, উপদেষ্টা ফয়সল আহমেদ ,সহ সভাপতি আব্দুল মান্নান, সহ সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি নজরুল ইসলাম ফখরুল , সহ সভাপতি কাওসার আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কাদের, মাওলানা মুহিবুর রহমান খালেদ, সহ সাংগঠনিক সম্পাদক চুন্নু মিয়া, মারুফ আহমেদ , সহ অর্থ সম্পাদক রেজাউল করিম – প্রচার সম্পাদক আলী আসকর , সহ ধর্ম সম্পাদক জাহাংগীর আলম, আপ্যায়ন সম্পাদক সাইস্তা মিয়া প্রমুখ।
সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সাবেক সভাপতি হাজী শরাফত আলী, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের উপদেষ্টা মুস্তাফিজুর রহমান চৌধুরী, সিনিয়র সভাপতি জি এম জায়গীরদার, কুলাউড়া সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইছমত আলী, ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি নজরুল ইসলাম লিটন তালুকদার , যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন, জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি এম এ রউফ, আনোয়ার হোসেন, পনাইর চক উন্নয়ন সংস্হার সভাপতি কবির আহমেদ, সিলেট প্রবাসী সমাজ কল্যাণ সংস্থারর সভাপতি মির্জা আবু সুফিয়ান, আন্জুমানে আল ইসলাহের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আব্দুল মালিক, প্রকৌশলী মুজিবুর রহমান, প্রকৌশলী ওয়াহিদুর রহমান, প্রকৌশলী তাজুল ইসলাম সহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রায় এক হাজার রেমিটেন্স সৈনিকদের ইফতার করানো হয। পরে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।