সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন।
১৪ মে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের প্রথম সভার মাধ্যমে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেন চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা।
প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া’র সঞ্চালনায় নতুন পরিষদের প্রথম মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।
সভায় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাছিব মনিয়া, বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. মোয়াজ্জেম হোসেন খান চৌধুরী প্রমুখ।
নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানকে বরণ করেছেন উপজেলা পরিষদ , প্রশাসন এবং পৌরসভা। এর আগে, মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে পৌঁছালে নতুন পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুরাতন পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র-কাউন্সিলরবৃন্দ, ইউপি চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।