ওল্ডহ্যামে বসবাসরত এনএইচএস এ কর্মরত সাংবাদিক, রাজনীতিবিদ মোহাম্মদ শাহ জাহান গত মার্চ মাসে অনুষ্টিত NHS Trust এর নির্বাচনে পাবলিক গভর্নর নির্বাচিত হয়েছেন।
সলফোর্ড রয়েল এনএইচএস ফাউন্ডেশন তাদের সেবা বৃদ্ধির প্রয়োজনে সলফোর্ড কাউন্সিল এনএইচএস এর উপকমিটি ‘Group Council of Governors’ committee অনুমোদন দিয়েছে।ওল্ডহ্যাম, বারী, রচডেল ও নর্থ ম্যানচেষ্টারে গঠিত নয়টি উপকমিটির মাঝে ওল্ডহ্যাম উপকমিটির পাবলিক গভর্নরদের ৩ জনের মাঝে একজন হিসেবে সাংবাদিক মোহাম্মদ শাহজাহান নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য মোহাম্মদ শাহ জাহান প্রায় বিশ বৎসর যাবত ন্যাশনাল হেল্থ সার্ভিসে (NHS) দক্ষতার সাথে কাজ করে আসছেন ।