স্পেনে ইয়ূথ বাংলা কালচারাল ফোরাম এর আহবায়ক কমিটির নাম ঘোষনা করেছে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ।
ইয়ূথ বাংলা কালচারাল ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সভাপতি তাহমিনা জাহান (মুনা চৌধুরী) আগামী ২৯ মার্চ হতে আগস্ট ২০১৯ মেয়াদি ছয় মাসের জন্য ইয়ূথ বাংলা কালচারাল ফোরাম স্পেন শাখার আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে।
আহবায়ক কমিটির কর্মকর্তারা হলেন – খাদিজা আক্তার মনিকা,যুগ্ম-আহবায়ক;নুরে জামাল টোকন,ইসমাইল হোসাইন রায়হান, এ্ডভোকেট তারিক হোসাইন,কয়েস খান, শিউলি আক্তার,সেলিনা আক্তার, জাকির হোসেন জহির।
সদস্যবৃন্দ হলেন- জেমী আহমেদ,মোহাম্মদ সালা উদ্দিন বাবু,গাজী মোহাম্মদ আনোয়ার হোসাইন রাজু,উজ্জল হাসান,জাফর হোসাইন,রিতা আহমেদ,দিবা চক্রবর্তী,ফয়সাল জামিল,নুরা জামাল মাহিন।
উপদেষ্টাবৃন্দ হলেন- রিজভী আলম,নুরে জামাল খোকন,দুলাল সাফা,নুরুল ইসলাম ভুইয়া,শফিক সপন,কামরুজ্জামান কামরুল,সোবহান মিয়া ।