বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়লো, ‘মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না’  » «   গোপালগঞ্জে এনসিপির জনসভায় লোক ছিলেন ২০০ জন : পুলিশ প্রতিবেদনে যা উঠে এলো  » «   আবারও গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা নাহিদের, সরকার ও এনসিপি’র সমালোচনায় বিএনপি  » «   গোপালগঞ্জে কারফিউ, চলছে ধরপাকড়, সরকারের তদন্ত কমিটি  » «   ‘জুলাই শহীদ দিবসে’ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দেয়ালে একি লেখা!  » «   নাহিদ-হাসনাতদের এপিসিতে ওঠার ব্যাখ্যা দিলেন এনসিপি নেতা  » «   গোপালগঞ্জে এনসিপি নেতারা, ‘আমারে মারিস না কেন, আমারে মার’  » «   এনসিপির নেতারা খুলনায়, মাদারীপুরে পদযাত্রা হয়নি  » «   সেনাবাহিনীর সাঁজোয়া যানে গোপালগঞ্জ ছাড়লেন এনসিপির নেতারা, সন্ত্রাসীদের ভেঙে দেওয়ার ঘোষণা  » «   গোপালগঞ্জে ১৪৪ ধারার পর এখন কারফিউ : বহু হতাহত, ১০ জনের মৃত্যু দাবি  » «   গোপালগঞ্জে হামলা ও প্রতিরোধের মুখে এনসিপির সমাবেশ  » «   স্পেনে অভিবাসন বিরোধী দাঙ্গায় গ্রেপ্তার ১৪  » «   পাকিস্তানের নিষিদ্ধ তেহরিক-ই-তালিবানের কার্যক্রম বাংলাদেশে?  » «   ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’—বিএনপির স্লোগানে ‘মাথাব্যথা নেই’ জামায়াতের  » «   ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার  » «  

ইতালীতে মহিলা সমাজ কল্যান সমিতির নারী দিবস উদযাপন



‘সময় এখন নারীর: উন্নয়নে তারা বদলে দিচ্ছে গ্রাম-শহরে কর্ম জীবন ধারা’ প্রতিপাদ্য নিয়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে ইতালী সহ সারাদেশে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর অধিকার রক্ষা, নারী-পুরুষের সমতা ও নারীর প্রতি ন্যায্যতা প্রতিষ্ঠাই এবারের নারী দিবসে মহিলা সমাজ কল্যান সমিতি ইতালীর মূল লক্ষ্য।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৮ মার্চ) মহিলা সমাজ কল্যান সমিতি ইতালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি লায়লা শাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দা শামীমা জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার এর যৌথ প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব সুফিয়া খাতুন। এতে সংগঠনের পক্ষ থেকে শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক বাবলি ইউসুফ।

অনুষ্ঠানে ইতালী আওয়ামী লীগ, ইতালী বাংলা উন্নয়ন সমিতি, জালালাবাদ এসোসিয়েশন ইতালী, মহিলা সংস্থা ইতালী, নব জাগরন নারী কল্যান সমিতি, তুসকোলানা নারী সংস্থা, পল্লীবালা নারী অঙ্গ সহ অন্যান্য ব্যবসায়ী, আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের বিশিষ্ট ব্যাক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা নারীদের মর্যাদা রক্ষার আহ্বান জানিয়েছেন। তারা বলেন,দেশে দেশে নারী নির্যাতনের বিরুদ্ধে সকল নারীকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। বক্তারা নারীদের সম অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা আরোমা আলিমেন্টারী, সুভাষ বাসমতি, সুরমা আলিমেন্টারী, লায়লা ফেশন, হাসান আলিমেন্টারী, সুপার ব্লু লাভান্দেরিয়া, সুরমা আলিমেন্টারী সহ আরো অনেকেই।পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন রোমের বিশিষ্ট কন্ঠ শিল্পী রতনা বসাক, সেলিম আহমেদ, সাদ শহীদ, দিপু, জাকারিয়া আহমেদ, নার্গিস হাওলাদার, শিশুনৃত্য শিল্পী রুপন্তী ঘোষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন