স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বশীল সংগঠন স্পেন বাংলা প্রেসক্লাবের আয়োজনে গত বোধবার রাত ১১ ঘটিকার সময় বার্সেলোনার স্থানীয় একটি হলরোমে সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং একাত্তর টেলিভিশনের সিলেট ব্যুরো সাংবাদিক ইকবাল মাহমুদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
স্পেন বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক লোকমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আফাজ জনি।
এসময় উপস্থিত ছিলেন বার্সেলোনার কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে কমিউনিটি নেতা জাহাঙ্গীর আলম,আনোয়ার চৌধুরী,লুৎফুর রহমান সুমন,শফিউল আলম শফি,উত্তম কুমার,কাজী আমির হোসেন আমু,মনোয়ার পাশা,ফয়সল আহমদ,জাফর হোসেন ও এ আর লিটু সহ অনেকে।
এছাড়া ও সংবর্ধনা অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সদস্য সালেহ আহমদ,রানা আহমদ,স্পেন বাংলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক লায়বুর রহমান,৫২বাংলাটিভি বার্সেলোনা প্রতিনিধি মোঃছালাহ উদ্দিন।
বাংলাদেশ থেকে ইউরোপ সফরে আসা সংবর্ধীত অতিথি সাংবাদিক ইকবাল মাহমুদ তার বক্তব্যে প্রবাসীদের উন্নয়ন এবং প্রবাসী সাংবাদিকদের করনীয়তা নিয়ে দিক নির্দেশনা মুলক বিভিন্ন কথা তুলে ধরেন এবং স্পেন বাংলা প্রেস ক্লাবের সকল সদস্য সহ উপস্থিত সকল কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কণ্ঠ: তিশা সেন