স্টকপোর্ট শহরের পাশ্ববর্তী এলাকার গৃহহীন মানুষদের নিয়ে ‘ইউ ডনেট ফাউন্ডেশনে’র উদ্যোগে এক মানবকি কার্যক্রম পরিচালনা করা হয় । ৯ ডিসেম্বের রাতে সংগঠনের কর্মকর্তাবৃন্দ তাদের সাথে দীর্ঘ সময় কাটান।
ছিন্নমূল মানুষগুলো একত্রে ছাদের নীচে জড়ো হয়। স্থানীয় বাপটিস্ট চার্চে আয়োজীত এ অনুষ্ঠানে চার্চের মিনিস্টার স্টীভ হাভস এবং চার্চের অনুষ্ঠান সমন্বয়ক এডওয়ার্ড হিউজ উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান লস্কর জগলু, ট্রাস্টি রুহুল আমিন চৌধুরী মামুন ও সৈয়দ সানী।এছাড়া সহযোগতিায় ছিলেন তরুন প্রজন্মের ডা. তাহছিনুল আমীন চৌধুরী ও জেইন নাফিজ লস্কর।
এসময় গৃহহীন মানুষগুলোর সাথে তাঁরা কথা বলেন। দীর্ঘ আলোচনা এবং গল্পগুজব শেষে গৃহহীন মানুষগুলোকে তারা রাতের খাবার পরিবেশন করেন। বাংলাদেশীদের দ্বারা পরিচালিত ইউ ডনেট ফাউন্ডেশনের এরকম উদ্যোগ এ এলাকায় প্রথম কোন উদ্যোগ, যা কমিউনিটিতে প্রশংসা কুড়িয়েছে।
গৃহহীন মানুষের সাথে সময় কাটানো এবং তাদেরকে গরম খাবার পরিবেশনের এ রকম কাজ তারা আগামীতে চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। সেজন্যে কমিউনিটির মানবতাবাদী মানুষের সহযোগীতা চেয়েছেন ম্যানচেষ্টার ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউ ডনেট ফউন্ডেশন’ এর কর্মকর্তাবৃন্দ।