হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের আগামী দুই বছরেরর জন্য সর্বইউরোপীয়ান কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে। ৫ নভেম্বর সোমবার হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল ও নির্বাহী সচিব মোঃ সুহানুর আলী মিরাজ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সর্বইউরোপীয়ান কার্যকরী কমিটির অনুমোদন দেন।
স্পেন অভিবাসি সাংবাদিক মো. ছালাহ উদ্দিনকে সভাপতি ও ফ্রান্স অীববাসী মোঃ আলিম উদ্দিন সুমনকে সাধারণ সম্পাদক করে
৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন যথাক্রমে- সহ সভাপতি মোঃআজাদ আহমদ(ফ্রান্স), সহ সভাপতি মোঃকামরুল আলম (বেলজিয়াম), সহ সভাপতি শিপলু আহমদ(পর্তুগাল), সহ সভাপতি আশরাফুল ইসলাম ইমরান(পোলেন্ড), সহ সভাপতি মোঃইসমাইল হোসাইন রায়হান(স্পেন), সহ সভাপতি জুয়েল আহমদ রাজু (ইতালী), সহ সভাপতি মোঃবাবুল আহমদ (স্পেন), সহ সভাপতি হানিফ আহমদ পলাশ(ফ্রান্স)।
যুগ্ম সাধারণ সম্পাদক অজিহ উদ্দিন মারুফ(স্পেন), যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন (পর্তুগাল), যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম সেতু(গ্রীস)।
সাংগঠনিক সম্পাদক সৈয়দ আখসার হোসেন (ইতালী), সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মুন্না(পর্তুগাল), সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমদ শাওন (পোলেন্ড), সাংগঠনিক সম্পাদক আবু তাহের সাজু(স্পেন), সাংগঠনিক সম্পাদক আসিফ কিবরিয়া(স্পেন)।
দপ্তর সম্পাদক মোঃইকরাম হোসেন (বেলজিয়াম), উপ দপ্তর সম্পাদক আরিফ হোসেন (স্পেন), অর্থ সম্পাদক মোঃমোস্তাফিজুর রহমান(পর্তুগাল), উপ অর্থ সম্পাদক সিহাব আহমদ (স্পেন), প্রচার সম্পাদক আব্দুল মুকিত (স্পেন), উপ প্রচার সম্পাদক আলী হায়দার (ইতালী), তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ আল পিয়াস(স্পেন), উপ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিব্বির আহমদ (ইতালী)।
ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লিমন আহমদ বিজয় (স্পেন), উপ ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান (স্পেন), ধর্ম বিষয়ক সম্পাদক জঈন উদ্দিন (বেলজিয়াম), আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইমরুল হক (ইতালী), আইন বিষয়ক সম্পাদক সাজু আহমদ (ইতালী)।
নবগঠিত কমিটিকে এ সময় কেন্দ্রীয় নেতারা অভিনন্দন জানিয়েছেন। তাদের হাত ধরে একাত্তরের চেতনা ইউরোপের সকল জায়গায় জাগ্রত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।