শনিবার, ৩ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
প্যারিসে জাতীয় বাজেটে প্রবাসীদের প্রত্যাশা- শীর্ষক আলোচনা অনুষ্ঠিত  » «   ফরাসি ভাষা শিক্ষায় ‘বেসিক-ফ্রঁসে বাংলা’ অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন  » «   গবেষণা এবং শিক্ষাদানের উৎকর্ষতা চ্যালেঞ্জ মোকাবিলার উপাদান – প্রফেসর মোহাম্মদ মুশফিক উদ্দিন  » «   আনোয়ারুল ইসলাম অভির সিভিক এওয়ার্ড লাভ  » «   ভেজিটেবল অয়েলের পেছনে পাশ্চাত্যের দুর্নীতির ইতিহাস ও আমাদের করণীয়  » «   যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই ক্যাম্পেইন: গ্রীনস্ট্রিটে ব্যাপক প্রচারণা  » «   যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবীতে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে  সমাবেশ অনুষ্ঠিত  » «   যুক্তরাজ্যবাসী সাংবাদিক রহমত আলীকে নিয়ে বিশ্বনাথ পৌর মেয়র মুহিবের অশালীন মন্তব্যের ক্ষোভ ও নিন্দা জানিয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাব  » «   যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই  » «   যুক্তরাজ্যে ঈদের দিনে ছুটি চাই  » «   ঈদের ছুটি- ব্যবসায় লস নয় ব্র্যান্ডিং এর সুযোগ!  » «   দুই প্রেসিডেন্টের কথার লড়াই ও ক্রীড়াঙ্গণের থলের বিড়াল  » «   যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবীতে  হোয়াইটচ্যাপেলে সমাবেশ ১৮ এপ্রিল মঙ্গলবার  » «   পহেলা বৈশাখ থেকে অনলাইনে শতভাগ ভূমি উন্নয়ন কর  » «   বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের সর্বইউরোপীয়ান কার্যকরী কমিটি অনুমোদন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের আগামী দুই বছরেরর জন্য সর্বইউরোপীয়ান কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে। ৫ নভেম্বর সোমবার হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল ও নির্বাহী সচিব মোঃ সুহানুর আলী মিরাজ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সর্বইউরোপীয়ান কার্যকরী কমিটির অনুমোদন দেন।

স্পেন অভিবাসি সাংবাদিক মো. ছালাহ উদ্দিনকে সভাপতি ও ফ্রান্স অীববাসী মোঃ আলিম উদ্দিন সুমনকে সাধারণ সম্পাদক করে
৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্যান্যরা হলেন যথাক্রমে- সহ সভাপতি মোঃআজাদ আহমদ(ফ্রান্স), সহ সভাপতি মোঃকামরুল আলম (বেলজিয়াম), সহ সভাপতি শিপলু আহমদ(পর্তুগাল), সহ সভাপতি আশরাফুল ইসলাম ইমরান(পোলেন্ড), সহ সভাপতি মোঃইসমাইল হোসাইন রায়হান(স্পেন), সহ সভাপতি জুয়েল আহমদ রাজু (ইতালী), সহ সভাপতি মোঃবাবুল আহমদ (স্পেন), সহ সভাপতি হানিফ আহমদ পলাশ(ফ্রান্স)।

যুগ্ম সাধারণ সম্পাদক অজিহ উদ্দিন মারুফ(স্পেন), যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন (পর্তুগাল), যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম সেতু(গ্রীস)।

সাংগঠনিক সম্পাদক সৈয়দ আখসার হোসেন (ইতালী), সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মুন্না(পর্তুগাল), সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমদ শাওন (পোলেন্ড), সাংগঠনিক সম্পাদক আবু তাহের সাজু(স্পেন), সাংগঠনিক সম্পাদক আসিফ কিবরিয়া(স্পেন)।

দপ্তর সম্পাদক মোঃইকরাম হোসেন (বেলজিয়াম), উপ দপ্তর সম্পাদক আরিফ হোসেন (স্পেন), অর্থ সম্পাদক মোঃমোস্তাফিজুর রহমান(পর্তুগাল), উপ অর্থ সম্পাদক সিহাব আহমদ (স্পেন), প্রচার সম্পাদক আব্দুল মুকিত (স্পেন), উপ প্রচার সম্পাদক আলী হায়দার (ইতালী), তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ আল পিয়াস(স্পেন), উপ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিব্বির আহমদ (ইতালী)।

ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লিমন আহমদ বিজয় (স্পেন), উপ ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান (স্পেন), ধর্ম বিষয়ক সম্পাদক জঈন উদ্দিন (বেলজিয়াম), আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইমরুল হক (ইতালী), আইন বিষয়ক সম্পাদক সাজু আহমদ (ইতালী)।

নবগঠিত কমিটিকে এ সময় কেন্দ্রীয় নেতারা অভিনন্দন জানিয়েছেন। তাদের হাত ধরে একাত্তরের চেতনা ইউরোপের সকল জায়গায় জাগ্রত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন