বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বিডিমার্কেট এ ব্রাসেলস সুপার শপ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বেলজিয়ামে বাংলাদেশী প্রবাসীদের কথা মাথায় রেখে অত্যন্ত সুন্দর এবং সুপরিসর জায়গায় এ দোকান দেয়া হয়েছে।
এখানে সব ধরবের হালাল পন্য পাওয়া যাবে বলে জানিয়েছেন বিডি মার্কেট ব্রাসেলস এর সত্ত্বাধিকারী মাহবুব লায়েক। গত ২৬ শে নভেম্বর শুক্রবার এ সুপারশপটির উদ্বোধন করা হয়।