বিলেতে বাংলা সংবাদপত্র জগতে একমাত্র ব্রডশিট সাপ্তাহিক ‘পত্রিকা’ পার করেছে তাদের সাফল্যের একুশ বছর।
এ উপলক্ষে ১৪ অক্টোবর রবিবার লন্ডনের রমফোডের মে ফেয়ার ইভেন্টস ভেন্যুতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।শিরোনাম- সাহসী পথ চলার একুশ।
প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পত্রিকার পাঠক, গ্রাহক, শুভাকাঙ্ক্ষী ও কমিউনিটির বিশিষ্টজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল সৃজনআবহে মুখরিত। বিস্তারিত দেখুন প্রতিবেদনে-