মুক্ত বুদ্ধিচর্চা ও মননশীলতার বিকাশের প্রত্যয় নিয়ে ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর আত্নপ্রকাশ করেছিল ব্যাতিক্রমধর্মী সামাজিক সংগঠন প্রেরণা যুবচক্র বিয়ানীবাজার। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ইনার কলেজ রোডস্থ বুষ্ট ইংলিশ ল্যাংগুয়েজ এন্ড আইটি সেন্টারে এক আলোচনা সভা ও কেককেটে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্টান প্রেরণা যুবচক্রের সভাপতি জনাব ফয়জুল আলম সিমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ খাঁনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেরণা যুবচক্রের উপদেষ্টা মন্ডলীর সদস্য সফিকুল হক রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দাসউরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক, প্রেরণার যুবচক্রের সহ সভাপতি রাজু ওয়াহিদ। ক্রিকেট সংগঠক ফটোগ্রাফার সৈয়দ মনজের হোসেন বাবু ও ভিডিও এডিটর মাকসুদ হোসেন মনি। আরো উপস্হিত ছিলেন প্রেরণা যুবচক্রের সদস্য সাব্বির শাহাজাদা, আবু সুফিয়ান, সুয়েব আহমেদ, এ.কে.সৌরভ, শাকরান আহমেদ, আবু মাহিন, আবিদ খাঁন, আবু বক্কর সিদ্দিক, সাইদুর রহমান, আসলাম আহমেদ, জাহেদ আহমদ, জুনেদ আহমদ, ফরহাদ মাহমুদ তানিম, সাঈদ আহমেদ, সোহান আহমদ, রেজাউল করিম রেজা, মো.আমিন আহমদ, মো. অনিক হাসান, হাফিজুর রহমান, রেদওয়ান সিদ্দিক তানিম, মাহবুবুল হাসান কাওছার প্রমূখ।
প্রসঙ্গত প্রেরণা যুব চক্র বিয়ানীবাজার প্রতিষ্ঠালগ্ন থেকে প্রেরণাদায়ী বিভিন্ন সামাজিক কাজ এবং ইতিহাস ঐতিহ্যনির্ভর সমাজবান্ধব কাজ করে আসছে। মন ও মননে সবুজ তারুণ্যকে সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গীর মাধ্যমে ধারাবাহিক কর্মপরিকল্পনায় প্রেরণা কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেছে।