রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড আগামী ৯ই জুলাই লন্ডনে  » «   বিশ্বনাথে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের অর্থায়নে শিশুদের ফ্রি খৎনা প্রদান  » «   রাস্তা খুলে দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে হাইকোর্টের রায়  » «   দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই  » «   লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

যুক্তরাজ্যে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন সেলিম উদ্দিন  এমপি



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

যুক্তরাজ্যে  জন্মভূমির মানুষের ভালোবাসা ও সম্মানে সিক্ত  হলেন জাতীয়  সংসদের বিরোধীদলীয় হুইপ, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সেলিম উদ্দিন।

যুক্তরাজ্য প্রবাসী সিলেট বিয়ানীবাজার  উপজেলার সন্তানকে লন্ডনে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে দেয়া হয়েছে  এই নাগরিক গণসংবর্ধনা। হল ভর্তী দর্শকের মুখে ছিল কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রকাশ। গতানুগতিক রাজনীতির বাইরে  এ যেন এক ভিন্নমানুষের প্রতিচ্ছবি। একজন সৎ ও মানবিক মানুষের গল্প। অনুষ্ঠানে উপস্থিতিতে  ছিল না দলগত ভেদাবেদ,বৈষম্য । ছিল না দলীয় লেজুরভিত্তিক গতানুগতিক বক্তব্য-ও।

৩ সেপ্টেম্বর, সোমবার  পূর্ব লন্ডনের ব্ল ‍ুমোন সেন্টারে  যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সভাপতি, বর্তমান উপদেষ্টা মন্ডলীর সভাপতি  ব্রিটেনের বিশিষ্ট কমিউনিটি নেতা  আলহাজ  সামছ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে  সেলিম উদ্দিন এমপি তাঁর  জন্মভূমি বিয়ানীবাজার ও সংসদীয় আসনের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী নির্বাচন নিয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তিনি বলেন,  ‘প্রবাসে ও দেশে দীর্ঘদিন বিয়ানীবাজার-গোলাপগঞ্জে একজন সমাজকর্মী ও রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করছি। সিলেট-৬ ( বিয়ানীবাজার-গোলাপগঞ্জের) আসনের মানুষ চায়  আসন্ন নির্বাচনে আমি যেন  এই আসন থেকে নির্বাচন করি।’

এমপি সেলিম উদ্দিন বলেন ,‘২০০৬ ও ২০০৮ সালে আমি সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন লাভ করি। মহাজোটের প্রার্থী হিসেবে নুরুল ইসলাম নাহিদকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করি। কথা ছিল; এটিই তার শেষ নির্বাচন এবং পরবর্তী নির্বাচনে তিনি আমাকে সমর্থন করবেন। কিন্তু বাস্তবে তা প্রমাণিত হয়নি।’

তিনি বলেন, ‘ ২০১৪ সালের নির্বাচনেও আমি সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) ও সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) দুটি আসন থেকে জাতীয় পার্টির মনোনয় লাভ করি  এবং  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হই। পরবর্তীতে ২০ দলীয় জোটের  নির্বাচনী সমীকরণের কারণে সিলেট-৬ আসন থেকে আমার মনোনয়ন প্রত্যাহার করি।’

 

বিরোধী দলীয়  হুইপ সেলিম  উদ্দিন এমপি  বলেন-‘ সিলেট-৫  আসনে সংসদ সদস্য হিসেবে জকিগঞ্জ ও কানাইঘাট  উপজেলায় অতীতের যেকোন সময়ের চেয়ে উল্লেখযোগ্য উন্নয়ন করতে সক্ষম হয়েছি।’

‘আগামী নির্বাচনে আমি সিলেট-৫ ও সিলেট-৬ এদুটি আসন থেকে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ যে আসনে আমাকে  মনোনয়ন দেবেন, সেই আসনে নির্বাচন করবো।’

সংবর্ধনা সভায় বিয়ানীবাজার উপজেলা ছাড়াও তার সংসদীয় আসন সিলেট ৫ জকিগঞ্জ কানাইঘাট এর বিভিন্ন সামাজিক সংগঠন ও কমিউনিটির ব্যক্তিবর্গসহ যুক্তরাজ্যের আওয়ামী লীগ,বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সন্ধ্যে ৭টায় শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয় রাত ১১টায়।  অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত  করেন মুফতি মৌলানা  আজিম উদ্দিন। সংবর্ধিত অতিথিকে  ফুলেল শুভেচ্ছা জানান-  সাংবাদিক ফয়সল মাহমুদ,জাহাঙ্গির খান,শামীম আহমদ ও যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ নেত্রী রাবেয়া জামান জোৎস্না।

সাবেক ছাত্রনেতা আবুল হোসেন ওয়াদুদ ও মস্তাক আহমদের পরিচালনায় আরোও বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি   ডা. ফয়জুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফয়জুর রহমান নুনু ,এলডিপি নেতা মনজ্জির আলী, মাথিউরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, আব্দুর রশিদ ডালিম, আব্দুল কাদির,  যুক্তরাজ্য আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক খসরুজ্জামান খসরু, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্টের সাবেক সাধারণ সম্পাদক  আফাজ উদ্দিন,  সাংবাদিক ও সংগঠক শাহাব উদ্দিন চঞ্চল, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের সিইও সাহাব উদ্দিন, হাজী শামসুল হক, জকিগঞ্জ-কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা আনিসুল হক, কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক শামীম, ছাদ উদ্দিন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সভাপতি আব্দুল করিম  নাজিম , বিয়ানীবাজার সরকারী কলেজের সাবেক ভিপি ও সংগঠক  ছরওয়ার আহমদ, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে’র সাবেক সাধারণ সম্পাদক হুসেন আহমদ ও নাজিম উদ্দিন,  মাথিউরা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সাদেক আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক জিএস ও সংগঠক জেবুল আহমদ,  প্রজন্ম একাত্তর ইউকে সভাপতি সাংবাদিক  বাবুল আহমদ,কাউন্সিলর রুহুল আমিন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে এর যুগ্মসাধারণ সম্পাদক  ফরহাদ হোসেস টিপু, জাতীয় পার্টির কেন্দ্রীয়  সদস্য আতাউর রহমান আতা, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম মাসুদ আহমদ,যুক্তরাজ্য জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক জবলু উদ্দিন,আশুক আহমদ, নজরুল ইসলাম ও ফয়েজ উদ্দিন লোদী ।

বক্তারা সেলিম উদ্দিন এমপির প্রবাসে ও দেশে মানুষের প্রতি তার কাজের দায়বদ্ধতার ভূয়সী প্রসংশা করে বলেন- বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এমপি সেলিম উদ্দিন  একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে ইতিমধ্যে তুনমূল মানুষের আস্থা অর্জন করেছেন। তার নির্বাচনী এলাকার মানুষের মুখেই জনবান্ধব রাজনীতিবিদ হিসাবে তাকে উদাহরণ হিসাবে উল্লেখ করেন। তিনি বিয়ানীবাজারের  এমপি না হলেও নিজ অঞ্চলের তৃণমূল মানুষের কাছে    সততা , প্রাঞ্জল ব্যবহার এবং সমাজসেবায়   বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর মনে  ‘গণমানুষের নেতা’  হিসাব স্থান করে নিয়েছেন। বিয়ানীবাজারবাসী একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে সেলিম উদ্দিন এমপির জন্য গর্ববোধ করে।

 

কণ্ঠ: সুমু মির্জা


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন