সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর  » «   গণঅভুত্থানের পক্ষে ৮৩৮, পরে ৫৬২ জন নিহত : জুলাই গণঅভুত্থানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ  » «   ‘জুলাই শহিদ’ পরিবার ও ‘জুলাই যোদ্ধা’ পাবে মাসিক ২০ হাজার টাকা ভাতা  » «   লন্ডনে বাংলায় স্টেশনের নাম নিয়ে ব্রিটিশ এমপির ক্ষোভ!  » «   বৈশ্বিক পাসপোর্ট সূচকে কিছু উন্নতি : ফিলিস্তিন-লিবিয়ার অবস্থানে বাংলাদেশ  » «   সমাজসেবী হাজী আব্দুর রহমানের ইন্তেকাল  » «   বাংলা একাডেমির ‘আদব-কায়দা’ নিয়ে প্রশ্ন তুললেন সলিমুল্লাহ খান  » «   সুরভি-র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  » «   বরের পিতা আওয়ামী লীগ নেতা, চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে ‘মব’ তাণ্ডব  » «   বিশ্ব ইজতেমা ময়দানে ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে  » «   মার্কিন অর্থায়ন বন্ধের প্রভাব : আইসিডিডিআর,বি’র সহস্রাধিক কর্মী ছাঁটাই হচ্ছে  » «   ‘মধুচন্দ্রিমা শেষ’, প্রত্যাশার চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর: আইসিজি  » «   সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর, ধনী নোয়াখালী  » «   হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষ : ৬৪ জন যাত্রী ও ক্রুর ভাগ্যে কী ঘটেছে  » «   ভারতীয় বিতর্কিত সিনেমা ‘ইমার্জেন্সি’: শেখ মুজিবের মুখে এ কী সংলাপ? : ব্রিটেনে বিক্ষোভ  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট বার্সেলোনা শাখার পুরুস্কার বিতরণী ও সমাপনি অনুষ্টান



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট বার্সেলোনা শাখার পুরুস্কার বিতরণী ও সমাপনি অনুষ্টান সম্পন্ন হয়েছে। ৩ সেপ্টেম্বর  সোমবার স্থানীয় সময় বেলা ২টায়  বার্সেলোনা লতিফিয়া ফুলতলি জামে মসজিদ প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় এবছরও ২মাস ব্যাপি দারুল কিরাত বা curso de verano  ১লা জুলাই শুরু হয়ে  শেষ হয় ৩১ শে আগষ্ট।

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের সভাপতি মো:আবুল কালামের সভাপতিত্বে এবং কারী ময়নুল ইসালামের পরিচালনায়  পবিত্র কোরআন  থেকে তেলাওয়াত করেন দারুল কিরাতের ছাত্র মো.ফারদিদ আহমদ।

দারুল কিরাতের নাজিম মো: সদরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বার্সেলোনার স্থানীয় বাংলাদেশী  কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যাবসায়ী মো. শফিউল আলম শফি,মো.হিরা আলম, মো.শাহ আলম স্বাধীন, মো.মনিরুজ্জামান সুহেল ।

দারুল কিরাতের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন আল ইসলাহ বার্সেলোনা এবং লতিফিয়া ফুলতলী জামে মসজিদ কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন এবং উক্ত সেন্টারের প্রধান ক্বারী মুফতি মাওলানা আব্দুল জলিল।

অনুষ্ঠানে  অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন  নাজমুল ইসলাম, মুরাদুল ইসলাম, দেলওয়ার, আব্দুল মালিক,আলাল মিয়া,হারুনুর রশীদ,আফতার উদ্দিন,তাহের উদ্দিন,আব্দুল বাছিত,সোলায়মান বাসিত,জয়নাল আবেদিন,রফিক উদ্দিন, সিদ্দিকুর রহমান,আলিম উদ্দিন,আব্দুর রাজ্জাক,মুজিবুর রহমান,সাব্বির আহমদ দুলাল,শিপুল আলম,খোকন উদ্দিন, আব্দুর রহিম, মারুফ আহমেদ,  আব্দুশ শহীদ সহ অনেকে।

শিক্ষকদের  মধ্যে উপস্থিত ছিলেন ক্বারী রাজা মিয়া,ক্বারী কাজি মুজিবুর রহমান,ক্বারী ইছরাক আলী এবং ক্বারী হেলাল আহমদ।

উল্লেখ্য এই বছর দারুল কিরাতের স্তর ছিল ১ম বর্ষ।  এবং ছাত্র সংখ্যা ছিলেন ১৪০ জন। ছাত্রদের সবাইকে একটি করে সার্টিফিকেট  এবং ক্রেস্ট প্রদান করা হয়।  অনুষ্ঠানের সমাপ্তি ঘটে  সংক্ষিপ্ত দোয়া এবং শিরণী বিতরণের মধ্য দিয়ে।

 

 

কণ্ঠ: রেদ্বওয়ান মাহমুদ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন