এ বছরের বাংলাদেশী হজ্জ যাত্রীদের কাফেলা এখন পবিত্র মদিনা মুনাওরায়। মসজিদে নববীর উত্তর পার্শ্বস্থ অভিজাত হোটেল শুরফায় সরকারি ব্যবস্থাপনার হজ্জ যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান মদিনার হজ্জ অফিসার এ বি এম আমীন উল্লাহ নূরী।
এ সময় সরকারের হজ্জ প্রশাসন টিম, মেডিকেল টিম, আইটি বিভাগের ইনচার্জ জাহিদুল ইসলাম রানা, মদিনাস্থ বাংলাদেশ হজ্জ অফিসের কর্মকর্তা, কর্মচারী ও হজ্জকর্মী, মদিনা সাংবাদিক পরিষদ ও মদিনা প্রবাসী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
হোটেল কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন আল আনসার হোটেল গ্রুপের অপারেশন ম্যানেজার শাহাদাত কামাল ও শুরফা হোটেলের ফুডস এন্ড ক্যাটারিং সেকশনের চিফ মুহাম্মাদ লিটনসহ অন্যান্যরা।