­
­
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল  » «   ২০২৪ সালে লন্ডন ছেড়েছেন ১১ হাজার ধনী, কোথায় যাচ্ছেন তাঁরা  » «   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে নেমে আসবে: গভর্নর  » «   মডেল মেঘনা বিশেষ ক্ষমতা আইনে জেলে, অভিযোগ ছাড়াই আটকের যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন  » «   ‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করবে ছায়ানট  » «   মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল  » «   যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ: বিপজ্জনক খেলা, পথ নেই পিছু হটার  » «   বিশ্বকে বদলে দিতে বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ  » «   প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি  » «   নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «   সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার  » «   ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে বাটা-কেএফসি ভাংচুর : ৪ মামলা, গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান  » «   গাজায় গণহত্যা: ছয় জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর, হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ  » «   গাজার ৫০ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে, সংকুচিত হয়ে পড়ছেন ফিলিস্তিনিরা  » «   গাজায় ইসরায়েলি আগ্রাসন : প্রতিবাদে সামিল বাংলাদেশ  » «  

পাসপোর্ট জটিলতায় আটকে আছেন অর্ধলাখ প্রবাসী



রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে প্রবাসীদের বিক্ষোভ। ছবি: ফাইল ছবি

পাসপোর্ট জটিলতায় অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় অর্ধলাখ প্রবাসীর ভবিষ্যত। পরিবার নিয়ে তারা পড়েছেন অনিশ্চয়তায়। যার প্রভাব পড়তে পারে রেমিটেন্সে। বিদেশ থেকে দেশে ফিরে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নবায়ণ করতে গিয়ে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে তথ্যে অসঙ্গতি থাকায় ঝুলে আছে তাদের পাসপোর্ট। প্রতিকারের আশায় দৌড়ঝাঁপ করে সদুত্তর না পাওয়ায় তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়েছে। আবার অনেকের মেয়াদ শেষ হওয়ার পর্যায়ে। এরমধ্যে বরিশাল ও ময়মনসিংহ পাসপোর্ট অফিসে এসব পাসপোর্ট নবায়ন করতে দালালরা দাবি করছে ২০-৫০ হাজার টাকা। নিরুপায় হয়ে অনেকে এ ফাঁদে পা দিলেও অধিকাংশই হতাশায় পড়েছেন।

জানা গেছে, জাতীয় পরিচয়পত্রের তোয়াক্কা না করে কয়েক বছর আগে দালালদের মাধ্যমে পাসপোর্ট করে বিদেশে পাড়ি জমিয়েছেন অনেকে। যাদের অনেকের এনআইডিতে উল্লেখিত স্থায়ী ও বর্তমান ঠিকানার সঙ্গে পাসপোর্টে উল্লেখিত ঠিকানার হেরফের রয়েছে। অনেকের ঠিকানাই ভুয়া। দালালরা চুক্তিতে এসব পাসপোর্ট তৈরী করে দেয়ার পর যারা এনিয়ে বিদেশে গেছেন তারা এবার দেশে ফিরে পড়েছেন বিপাকে। ওইসব পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় নবায়নের আবেদন করলে এনআইডির সঙ্গে তথ্যে গড়মিল থাকায় নতুন পাসপোর্ট হচ্ছে না। পাসপোর্টে ভিসার মেয়াদ থাকলেও তা নবায়ন না হওয়ায় তারা যেতে পারছেন না বিদেশে। এদের মধ্যে এমআরপি পাসপোর্টধারীরা আছেন অধিক বিপাকে।

একাধিক রিক্রটিং এজেন্সী মালিক জানিয়েছেন, পাসপোর্ট জটিলতায় সৌদী আবর, মালেশিয়া, কাতার ও দুবাই থেকে ফেরা প্রায় ৫০ হাজার শ্রমিক এখন দিশেহারা। যাদের অধিকাংশ অশিক্ষিত ও স্বশিক্ষিত শ্রমিক। পাসপোর্ট তৈরীতে তাদের ভরসা ছিল দালাল। ভিসার মেয়াদ থাকলেও পাসপোর্ট জটিলতায় এরা দেশে আটকে পড়ায় বন্ধ আছে রেমিটেন্স। পরিবার নিয়ে এরা পড়েছেন ঝুঁকিতে। এনিয়ে প্রবাসী কল্যাণ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দ্বরস্থ হয়েছেন অনেকে। তবুও মিলছে না সদুত্তর।

সূত্র মতে, ঢাকা ও নারায়ণগঞ্জে এমআরপি পাসপোর্ট নাবায়ণ বলতে গেলে বন্ধ রয়েছে। তবে ময়মনসিংহ ও বরিশাল অফিসে ২০-৫০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিয়ে দালাল ধরে এমআরপি পাসপোর্ট নবায়ণ করা যাচ্ছে। অন্য আঞ্চলিক অফিসগুলোতে তাও সম্ভব হচ্ছে না। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, এনআইডির সঙ্গে পাসপোর্টে উল্লেখিত বয়স এমনকি জন্ম সন ও তারিখেও ফারাক রয়েছে।

এদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশি অভিবাসীরা তাদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, এক কোটিরও বেশি অভিবাসী বছরে প্রায় ১৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান, যা দেশের অর্থনীতিকে গতিশীল রাখে। কিন্তু, তাদের সমস্যাগুলো কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে সমাধান করছে না। মালয়েশিয়া প্রবাসী ওয়াহিদ নিজাম জানান, পাসপোর্ট পেতে চার থেকে ছয় মাস সময় লেগেছে।

এতে, প্রবাসীরা অনিশ্চয়তা আর মালয়েশিয়ান পুলিশের গ্রেপ্তারের ভয়ে আছেন। তিনি বলেন, সময়মত পাসপোর্ট না পাওয়ার কারণে আমরা অনেকেই কাজের অনুমোদন নবায়ন করতে আবেদন জমা দিতে পারছি না। এমনকি যারা নথিভুক্ত নন, তারা সাধারণ ক্ষমা প্রাপ্তির প্রক্রিয়াতেও আবেদনপত্র জমা দিতে পারছেন না। সিঙ্গাপুরে বসবাসকারী বাংলাদেশী নাগরিক রশিদুল ইসলাম জানান, আবেদনপত্র জমা দেয়ার তিন থেকে চার মাস পরও পাসপোর্ট না পাওয়ায় তারা উদ্বেগের মধ্যে আছেন। সৌদি আরবে কর্মরত এক বাংলাদেশি অভিবাসী জানান, তারা দূতাবাসের কাছ থেকে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার কারণে ইকামা (বসবাসের অনুমতি) নবায়ন করতে পারছেন না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন