বিদায়ী বছরের ডিসেম্বরে গ্লাসগোর ক্রাউন প্লাজা হোটেলে এই নৈশভোজের আয়োজন করে লেবার পার্টি। এই আয়োজনে যোগ দেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তাকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায়। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আনোয়ারুজ্জামান চৌধুরী দেশ ছেড়ে লন্ডনে ফিরে আসতে সক্ষম হন। আনোয়ারুজ্জামান চৌধুরী দীর্ঘদিন থেকে এখানে বসবাস করছেন। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস গত শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) প্রধানমন্ত্রীর স্টারমারের সমালোচনা করে বলেছে, অর্থ আত্মসাৎ এবং আন্দোলনকারীদের গুলি করে হত্যায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও বিতাড়িত আওয়ামী লীগ নেতার সঙ্গে দেখা করেছেন স্টারমার।
গত জুলাইয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয় পায় লেবার পার্টি। এতে তার পক্ষ হয়ে কাজ করে আওয়ামী লীগ। কিছু আসনে জয় পেতে ও বাংলাদেশি ব্রিটিশদের ভোট পেতে আওয়ামী লীগের সহযোগিতা তাদের কাজে লেগেছে। এমনকি লেবার পার্টিকে আওয়ামীপন্থি এক ব্যক্তি নির্বাচনী অনুদানও দিয়েছিলেন।
স্টারমারের সঙ্গে দেখা করার ব্যাপারে আনোয়ারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেছিল ফিন্যান্সিয়াল টাইমস। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।