১১ জানুয়ারি ২০২৫ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে। তাতে করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার সম্ভাবনা শেষই হয়ে গেলো। বার্মিংহামের পর চেন্নাইতেও নিজের বোলিং অ্যাকশন শোধরাতে পারেননি সাকিব। গত দুদিন গুঞ্জন উঠেছিল, চেন্নাইয়ে তার বোলিং অ্যাকশন বৈধতা পায়নি। সেটাই সত্যি হলো।
বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাকিবের ওপর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীন প্রতিযোগিতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যতদিন না পুনর্মূল্যায়ন মানে পরীক্ষায় সাকিবের বোলিং অ্যাকশন ঠিক পাওয়া যাচ্ছে, ততদিন তার এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে বোলিংয়ে নিষিদ্ধ হলেও সাকিব ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে ব্যাটার হিসেবে খেলতে পারবেন। কিন্তু বাংলাদেশ চাইছে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধুমাত্র ব্যাটার হিসেবে তাকে রাখতে। ১২ জানুয়ারি দল ঘোষণা হতে পারে বলে জানা গেছে।