­
­
সোমবার, ৩১ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «   মিয়ানমারে ভূমিকম্প: মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে  » «   এশিয়ার দেশগুলোর ‘যৌথ সমৃদ্ধির পথরেখা’ চাইলেন ইউনূস  » «   বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির আলোচনায় যুক্তরাষ্ট্র  » «   চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন ড. ইউনূস  » «  

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত



যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত প্রাচীনতম আর্ত-সামাজিক উন্নয়নমূলক সংগঠন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের ২০২৩-২৫ সালের কার্যকরী  কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ ফেব্রুয়ারি বুধবার পূর্বলন্ডনের একটি বিজনেস সেন্টারে অনুষ্ঠিত এ সভায়  প্রবীন ও নতুন প্রজন্মের সমন্ধয়ে সামাজিক ও মানবিক কাজের লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নব-নির্বাচিত নেতৃবৃন্দ।

সমিতির  সভাপতি আনোয়ার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসানুল হক সুবিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত কার্যকরী কমিটির উপদেষ্টা, কর্মকর্তা ও  সদস্যবৃন্দকে পরিচয় করিয়ে দেয়া হয়। এসময় সদস্য ও নেতৃবৃন্দ একে একে তাদের অনুভূতি প্রকাশ।

আবিদ হোসেন চৌধুরীর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সমিতির কোষাধ্যক্ষ  সাংবাদিক আলতাফ হোসেন চৌধুরী  সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ৩মাস হাসপাতালে নিবিড় পরিচর্যায় থেকে সকলের দোয়ায় বেঁচে আসায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন-আমি হাসপাতালে নিবিড় পরিচর্যায় ছিলাম। সুস্থ হয়ে  জেনেছি সমিতির পক্ষ থেকে আমার সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছেন,  পর্যায়ক্রমে সমিতি নেতৃবৃন্দ হাসপাতালে দেখতে গিয়েছেন এবং আমার পরিবারের সর্বদা খোঁজখবর নিয়েছেন। এরকম সংগঠনের সাথে নিজের সম্পৃক্ততা রয়েছে বলে নিজেকে ধন্য মনে করছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মনোজ্জির আলী ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক ভিপি ছরওয়ার আহমদ ও  আনোয়ার হোসেইন, কবি ইকবাল হোসেন বুলবুল, আব্দুর রহিম শামীম, জেবুল ইসলাম, নূর লোদী, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, হাবিবুর রহমান তাফাদার, মাহমুদুল হাসান,আনোয়ার হোসেন লোকমান,আসুক আহমেদ,আবু বক্কর, সাইফ মালিক,মাহবুব রহমান তাপাদার,শরিফুল ইসলাম রবিন, খালেদ আহমেদ জয়,দুলাল আলম,হেলিম আহমদ জারা,বুলবুল আহমেদ,রুহেল আহমেদ, রাসেদ খান প্রমুখ।

বক্তারা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন- যুক্তরাজ্যে উপজেলা ভিত্তিক প্রবাসী বাংলাদেশীদের প্রাচীনতম সংগঠন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে ও বৃটেনে কমিউনিটিতে নানাবিদ সেবা ও কল্যাণমূলক কাজের মাধ্যমে অনুকরণীয় দৃষ্টান্ত রেখে চলেছে। এই সংগঠনের প্রবীন নেতৃবৃন্দ যুক্তরাজ্য আওয়ামীলীগ,বিএনপি,জাতীয় পার্টির প্রধানের দায়িত্ব সহ বাংলাদেশেী কমিউনিটির নেতৃস্থানীয় বিভিন্ন পদে থেকে সুনামের সাথে কমিউনিটির সেবা করেছেন। বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে  বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছে। সংগঠনটি বৃটেনের  ডাইভার্স কমিউনিটিতে  কাজের মাধ্যমে একটি রোল মডেল সামাজিক সংগঠন হিসাবে পরিচিত।

বক্তারা বলেন, সমিতির  অতীতের ভালো কাজের অভিজ্ঞতাকে সামনে রেখে নবগঠিত কমিটি তাদের মেধা ও উদ্যোম নিয়ে আরও দৃষ্টান্তমূলক ভালো কাজ করবে বলে আমরা আশাবাদি। এক্ষেত্রে সকল সদস্যবৃন্দের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে- সমিতির ট্রেজারার সাংবাদিক আলতাফ হোসেন চৌধুরীর জন্মদিনের কেক কেটে শুভেচ্ছা জানানো হয়। রাতের খাবার পরিবেশনের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়। ( বিজ্ঞপ্তি)

আরও পড়ুন :
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন