যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই- শ্লোগানে সাপ্তাহিক পত্রিকা ও ৫২বাংলা টিভি একটি যৌথ সামাজিক আন্দোলন শুরু করেছে।
কমিউনিটিতে সামাজিক প্রচারণার ধারাবাহিক অংশ হিসাবে ১৯ এপ্রিল বুধবার দুপুর ২টায় পূর্ব লন্ডনের গ্রীনস্ট্রিটে ব্যাপক প্রচারণা চালানো হয়।
যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই- ক্যাম্পেইনের পক্ষে অংশনেন সাপ্তাহিক পত্রিকা সম্পাদক ও লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট মো. এমদাদুল হক চৌধুরী, ৫২বাংলা সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি, ক্যাম্পেইনের অপর সমন্বয়ক ৫২বাংলা টিভির হেড অফ পাবলিক অ্যাফেয়ার্স ভিপি ছরওয়ার আহমদ ও সিনিয়র সাংবাদিক, ৫২বাংলা যুক্তরাজ্য চ্যাপ্টার সম্পাদক চৌধুরী মুরাদ প্রমুখ।
দুপুর দুটা থেকে গ্রীনস্ট্রিটে ব্যবসায়ী,ক্রেতা এবং পথচারীদের সাথে কেন ঈদের ছুটি চাই এবং কীভাবে বছরে দুই ঈদে ছুটি বাস্তবায়ন সম্ভব ইত্যাদি তথ্য স্বলিত বাই ল্যাংগুয়েল লিফলেট বিতরণ এবং তাদের সাথে মতবিনিময় করা হয়।
প্রসঙ্গত যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই- ক্যাম্পেইনে ইতিমধ্যে প্রায় সহস্রাধিক পেশাজীবি, সামাজিক ও কমিউনিটি সংগঠন, সাংবাদিক, কবি, লেখক, একাত্নতা প্রকাশ করেছেন। এই ক্যাম্পেইনের অংশ হিসাবে আসন্ন ঈদকে সামনে রেখে অসংখ্য যুক্তরাজ্য প্রবাসী সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ঈদের ছুটি চাই’- শ্লোগান সম্মলিত পোষ্টার তাদের ব্যক্তিগত ওয়ালে প্রচার শুরু করেছেন।
এছাড়াও ৫২বাংলাটিভি ডটকম যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই ক্যাস্পেইনের অংশ হিসাবে যুক্তরাজ্যবাসী লেখক, পাঠক ও সংগঠকদের ঈদের ছুটি বিষয়ক লেখা ধারাবাহিকভাবে প্রকাশ করছে। এবং কমিউনিটির বিশিষ্টজন, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও শ্রমিকদের মতামত নিয়ে ৫২বাংলাটিভি ধারাবাহিকভাবে প্রতিবেদন করছে।
আরও খবর:
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবীতে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে সমাবেশ অনুষ্ঠিত