­
­
বুধবার, ২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «   মিয়ানমারে ভূমিকম্প: মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে  » «   এশিয়ার দেশগুলোর ‘যৌথ সমৃদ্ধির পথরেখা’ চাইলেন ইউনূস  » «   বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির আলোচনায় যুক্তরাষ্ট্র  » «  

বাংলাদেশের রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদের সাথে স্পেনের ক্রীড়ামন্ত্রীর বৈঠক



সাংস্কৃতিক এবং ক্রীড়া ও যুব উন্নয় দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে একযোগে কাজ করবে স্পেন ও বাংলাদেশ।

স্পেনের মাদ্রিদের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের রাস্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ এনডিসি ও স্পেনের ক্রীড়া মন্ত্রী অক্টাভি ইসেটা ই লরেন্সের সাথে স্পেন বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত বাংলাদেশের রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদ বলেন স্পেন বাংলাদেশের চতুর্থ বৃহত্তম রপ্তানি গন্তব্য। এবছর দুইদেশের কুটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে।বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাস্ট্রনায়কোচিত অনন্যসাধারণ নেতৃত্বে বাংলাদেশ তার আর্থসামাজিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।গতানুগতিক বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও বহুমাত্রিক সৃজনশীল বিবিধ অঙ্গনে স্পেন বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের অবারিত সম্ভাবনা রয়েছে।

সাংস্কৃতিক ও ক্রীড়া সহযোগিতা আন্তঃরাস্ট্রীয় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সংহতকরণে অনুঘটকের ভূমিকা পালন করে।নিজেদের সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ঐশ্বর্য বিনিময়ের মাধ্যমে জনপরিসরে স্পেন ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও নিবিড় হবে।রাস্ট্রদূত অন্যান্য বিষয়ের পাশাপাশি গণহত্যার সিকার জোরপুর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনের ক্ষেত্রে স্পেন সরকারের সহযোগিতা ও সমর্থন জোরদারের জন্য স্পেনীয়। মন্ত্রীকে অনুরোধ জানান।

স্পেনীয় ক্রীড়া মন্ত্রী রাস্ট্রদূতের সাথে ঐকমত্য পোষণপূর্বক একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এসময় তিনি বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।দুই দেশের মধ্যে বর্তমান বিবেচনাধীন ও ইতোমধ্যে বিনিময়কৃত সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি এবং ক্রীড়া সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকের খসরা দুটি চূড়ান্তকরণের জন্য রাষ্ট্রদূত মন্ত্রীকে অনুরোধ করেন।

আশা করা যায়,অদূর অভিষ্যতে এই চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

রাষ্ট্রদূত পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য স্পেনীয় ক্রীড়া মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন