­
­
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ: বাংলাদেশের জন্য সুযোগও সৃষ্টি হতে পারে  » «   ১০০ ডলারের টি-শার্টের শুল্ক ৪৯ ডলার!  » «   বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «  

বিয়ানীবাজারের প্রবীণ শিক্ষক মো. আব্দুল  হাসিবের ইন্তেকাল
শোক-শ্রদ্ধায় শেষ বিদায়



সিলেট বিয়ানীবাজারের প্রবীন শিক্ষক মো. আব্দুল  হাসিব ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার অন্যতম ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ জলঢুপ উচ্চ বিদ্যালয় থেকে  প্রধান শিক্ষক হিসাবে অবসর নেন। জলঢুপ উচ্চ বিদ্যলয়ে টানা ৩৬ বৎসর শিক্ষকতা করেন তিনি।

বেশ কয়েকদিন থেকে তিনি অসুস্থ ছিলেন। গত ২২ ফেব্রুয়ারি তাকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।  শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শনিবার রাতে তার স্বজনরা বাড়িতে নিয়ে আসেন।রোববার (২০ মার্চ) সকাল ৭টার দিকে তিনি  নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মরহুম মো. আব্দুল হাছিবের  জানাজা রবিবার বাদ আছর বিয়ানীবাজারের মুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন ও অনেক শুভাকাঙ্খি রেখে গেছেন। তার অসংখ্য শিক্ষার্থী দেশে-বিদেশে বিভিন্ন পেশায় থেকে সমাজে আলো ছড়াচ্ছেন ।

তার পিতার নাম মরহুম মো. আরজদ আলী ও মাতার নাম ফাতিরা বিবি । দুই ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট । ১৯৪৯ সালে ১ অক্টোবর  জন্ম নেয়া  এই শিক্ষক নির্মল  প্রকৃতি ঘেরা তার বাগিছা বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

১৯৭১ সালে পাতন আবদুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম শিক্ষকতা শুরু করেন । ১৯৭৩ সালে ঐতিহ্যবাহী জলঢুপ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসাবে  যোগদান করেন । এরপর ১৯৮৪ সালে কুমিল্লা টিচার্স টেনিং কলেজ থেকে বিএড পাশ করে সিনিয়র শিক্ষকের পদ মর্যাদা অর্জন করেন। ১৯৯৩ সাল থেকে ১৯৯৯ সহকারী প্রধান শিক্ষক ও ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন  অবসরে  যান গুণী এই শিক্ষক । জলঢুপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তিনি ‘হাছিব স্যার’ নামেই পরিচিত।

এদিকে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দেশ বিদেশে অসংখ্য শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় স্যারের স্মৃতিচারণ করে আর আত্নার শান্তি কামনা করে সকলের কাছে দোয়া কামনা করছেন।

শোক প্রকাশ :

গুণী প্রবীন শিক্ষক মো. আব্দুল হাছিবের  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে  যুক্তরাজ্য থেকে প্রচারিত অনলাইন গণমাধ্যম ও পোর্টাল ৫২বাংলা। শোক বার্তায় মানুষ গড়ার কারিগর সর্বজন শ্রদ্ধেয়  এই শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরকালীন শান্তি কামনা করে সকলের দোয়া কামনা করেছে। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

 

 

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন