শিক্ষকবান্ধব চ্যারেটি সংগঠন –টি আলী ফাউন্ডেশন এর কেন্দ্রিয় কার্যকরি কমিটির এক সভা পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি মঙ্গলবার রাতে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফয়সল আহমদ রুহেল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছরওয়ার আহমদ এর সঞ্চালনায় বিস্তারিত আলোচনার পর টি আলী স্যার ফাউন্ডেশন শিক্ষক সম্মাননা -২০২২ প্রদানের চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি(বাসমাশিস) সিলেট অঞ্চল সভাপতি করির খানের সমন্বয়ে গঠিত নির্বাচকমন্ডলী সিলেট বিভাগ থেকে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ২৫জন কৃতি অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ থেকে ৫জনকে এবছর টি আলী স্যার ফাউন্ডেশন শিক্ষক সম্মাননার জন্য মনোনীত করবেন। অবসর প্রাপ্ত প্রবীন শিক্ষকদের পেশাগত জীবনে তাদের উজ্জ্বল কর্ম -পদচারণা এবং তাদের কাজের মাধ্যমে সমাজে অধিকতর আলোকিত কাজের স্ফোরণ ইত্যাদিকে সামনে রেখে নির্বাচকমন্ডলী ৫জন শিক্ষাগুরুর নাম নির্বাচন করবেন।
তাদের প্রত্যেককে সিলেট শহরে একটি আড়ম্বরপূণ অনুষ্ঠানের মাধ্যমে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। এছাড়াও প্রাথমিকভাবে মনোনীত ২৪জন শিক্ষকের মধ্য থেকে একজন শিক্ষক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সম্প্রতি মৃত্যুবরণ করেছেন, তাকে নগদ সম্মাননা অর্থ ও ক্রেস্ট প্রদান করা হবে। বাংলাদেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন পরিস্থিতি বিবেচনায় রেখে অনুষ্ঠানের দিন ধার্য করা হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়।
কেন্দ্রিয় কার্যকরি কমিটির সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আজাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ এনাম হক , সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি,সহ-সাধারণ সম্পাদক নজমুল ইসলাম তাপাদার, সহ- কোষাধ্যক্ষ শফিকুর রহমান ( ছুট ) এবং সদস্য সৈয়দ ফখরুল আলম ( মঈনুর )।
সভায় আগামী দিনে ফাউন্ডেশনের অন্যান্য ধারাবাহিক কার্যক্রম পরিচালনার জন্য একটি কর্মপরিকল্পনা নেয়া হয় এবং এবিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এবং সামগ্রিককাজগুলো যাতে কোনভাবেই প্রচার সর্বস্ব না হয়ে প্রকৃত অর্থে শিক্ষকদের কল্যাণে ও সামাজিকভাবে মানবিক মূল্যবোধ জাগরণের নিমিত্তেই ধারাবাহিকভাবে কাজ করা হয়- এই প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রসঙ্গত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সন্মাননা ও আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষকদের সহযোগিতা করার উদ্দেশ্য নিয়ে একশত হাজার পাউন্ডের তহবিল সংগ্রহের লক্ষ্যে ২০১৯ সালে যুক্তরাজ্যে গঠন করা হয় ‘টি আলী স্যার ফাউন্ডেশন ইউকে’।
টি আলী স্যার ফাউন্ডেশন ইউকে’র ট্রাস্টি ফি একশত পাউন্ড এবং ডনার ফি রাখা হয়েছে পাঁচশত পাউন্ড। এখন পর্যন্ত ট্রাস্টি ও ডনারের সংখ্য হচ্ছে ১৫২। শিক্ষকবান্ধব এই চ্যারিটি প্রতিষ্ঠানে যে কেউ ট্রাস্টি ও ডনার হতে পারার সুযোগ রাখা হয়েছে জানিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছরওয়ার আহমদ বলেছেন- প্রতিষ্ঠানটি কোন বিশেষ অঞ্চলের জন্য সুনিদৃষ্টভাবে কাজ করবে না। এটি সামগ্রিকভাবে শিক্ষকদের সম্মান জানিয়ে শিক্ষকদের কল্যাণে কাজ করবে।
তিনি যুক্তরাজ্য সহ সকল দেশের প্রবাসী শিক্ষানুরাগীদের ‘টি আলী স্যার ফাউন্ডেশন ইউকে’র সাথে সম্পৃক্ত হওয়ার অনুরোধ করেছেন।
আরও পড়ুন-