যুক্তরাজ্য প্রবাসীদের চ্যারিটেবল সংগঠন বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দেলু ও ট্রাস্টের উপদেষ্টা মুরাদ আহমদের সাথে মতবিনিময় ও সংবর্ধনা প্রদান করেছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট ।
১৩ নভেম্বর শনিবার সিলেটের বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির কার্যালয় গার্ডেন টাওয়ারে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট এর সভাপতি ডাঃ ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জুবায়ের আহমেদ খাঁন ও কোষাধ্যক্ষ মো: ছাদ উদ্দিন, সিলেট ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ লোকমান আহমদ, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো: আবুল হোসেন খছরু প্রমুখ।
এ সময় ট্রাস্ট ও সমিতির নেতৃবৃন্দ বিয়ানীবাজারের কয়েকটি সামাজিক ও মানবিক প্রকল্প এর উদ্যোগ ও পরিকল্পনার নানা দিক নিয়ে আলোকপাত করেন। যা নিকট ভবিষ্যতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দেলু ও ট্রাস্টের উপদেষ্টা মুরাদ আহমদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আলোচনায় বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট এর নেতৃবৃন্দ বলেন, বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে প্রতিষ্ঠালগ্ন থেকে নিজ অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছে। এছাড়াও নানা মানবিক ও সমাজ সচেতনতামূলক কাজের মাধ্যমে বিয়ানীবাজার পৌরশহর এবং যুক্তরাজ্যের বসবাসকারী পৌরবাসীর সাথে সামাজিক ও ঐহিত্যের মেল বন্ধনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কাজ করছে। যা প্রশংসনীয় ও অনেক ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী।
নেতৃবৃন্দরা বলেন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট সব সময় এইরকম জনকল্যাণমূলক উদ্যোগের পাশে থেকে সর্বাত্নক সহায়তা করবে।
পরে স্থানীয় একটি রেস্টুরেন্টে দুই প্রবাসীর সম্মানে এক নৈশ্যভোজের আয়োজন করা হয়। নৈশ্যভোজে সিলেটে বসবাসরত বিয়ানীবাজারের বিভিন্ন পেশা ও সংগঠনের নেতৃবৃন্দ ও অধিবাসীরা অংশ নেন।