হবিগঞ্জের বানিয়াচংয়ে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে সততার নজির গড়লেন যুবক ইকবাল মিয়া(৩৮)। ইকবাল মিয়া বানিয়াচং উপজলার ৪ নম্বর দক্ষিন-পশ্চিম ইউনিয়নের সাগরদিঘীর পাড় গ্রামের মতলিব মিয়ার পুত্র।রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকার পরিমান ১ লক্ষ ৭৭ হাজার টাকা।
ঘটনাটি ঘটেছে ২৭ সপ্টম্বর দুপুর সাড় ১২টায় বানিয়াচং উপজলার আজমিরীগঞ্জ রােডের আঞ্জৈন ও কুন্ডুরপাড় রাস্তার মধ্যখানে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কিশােরগঞ্জ জেলার নিকলী উপজেলার সিন্ধুরিয়া ইসলামপুর গ্রামের আব্দুল হাকিম মিয়ার পুত্র শিশু মিয়া (৪৭) মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় একটি ইট ভাটায় কাজ করেন।
ইট ভাটার মালিক শিশু মিয়াকে শ্রমিক সংগ্রহের জন্য টাকা দিয়ে পাঠিয়েছিলেন।
শিশু মিয়া তার নিজ বাড়ি কিশােরগঞ্জ থেকে আজমিরীগঞ্জ উপজেলা হয়ে বানিয়াচংয়ে আসছিলেন।উল্লেখিত স্থানে আসার পর তার হাত থেকে টাকার ব্যাগটি পড়ে যায়। এক পর্যায়ে লােকজনের কাছে জানতে পেরে ইকবাল মিয়ার সাথে যােগাযােগ করেন।ইকবাল মিয়া পরবর্তীতে উপযুক্ত প্রমাণাদি পেয়ে টাকা সমজিয়ে দেন।
এ ব্যাপারে ইকবাল মিয়া জানান, আমি নিজেও অতীতে টাকা-পয়সা হারিয়ে অনেক কষ্ট করেছি। টাকা হারানাের ব্যাথা আমার চেয়ে কে ভালাে বুঝবে। আমি সঠিক লােকের কাছে টাকা ফিরিয়ে দেওয়াতে আমার অনেক ভালাে লেগেছে।
এ ব্যাপারে শিশু মিয়া বলেন, ইট ভাটার মালিক আমাকে বিশ্বাস করে টাকা দিয়েছিলেন। আমি টাকা ফেরত না পেলে বিশ্বাসও হারাতাম মালিকের টাকা ও ফেরত দেওয়া লাগতাে। এই মহৎ মানুষের জন্য অনেক দােয়া করছি। তাকে যেন আল্লায় ভালাে রাখেন।