­
­
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ: বাংলাদেশের জন্য সুযোগও সৃষ্টি হতে পারে  » «   ১০০ ডলারের টি-শার্টের শুল্ক ৪৯ ডলার!  » «   বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «  

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন
সভাপতি রহিম উদ্দিন,সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন,কোষাধ্যক্ষ আব্দুল সফিক



বৃটিশ চ্যারেটি কমিশন ও কোম্পানি হাউসের নিবন্ধিত চ্যারেটি সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১২ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের ম্যানর পার্কের লন্ডন ভেন্যুতে  সম্পন্ন হয়েছে। সভায় ট্রাস্টের আগামী দু’বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট পরিচালকমন্ডলীর নাম ঘোষণা করা হয়।

নতুন নেতৃত্বে এসেছেন  সভাপতি পদে রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক পদে দিলওয়ার হোসেন ও কোষাধ্যক্ষ পদে আলহাজ্ব আব্দুল সফিক।

প্রায় দু’শতাধিক সদস্যদের উপস্থিতিতে  অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের বিদায়ী সভাপতি দেলোয়ার হোসেন। বিদায়ী সাধারণ সম্পাদক মাহবুব আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আসুক আহমদ, সিনিয়র সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় সাবেক হুইপ সেলিম উদ্দিন, প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ্ব মানিক মিয়া ( সোনা মিয়া), বাজিদুর রহমান, আলহাজ্ব আব্দুল সফিক,সাবেক সাধারণ সম্পাদক কয়ছর উদ্দিন জালাল, সাবেক কোষাধ্যক্ষ হাফিজ নাজিম উদ্দিন, মিসবা উদ্দিন ,নুরুল ইসলাম, রফিকুল ইসলাম,হেলাল উদ্দিন,আব্দুল মুকিত খান মুক্তা, শামীম আহমদ পারভেজ, আকবর হোসেন রবিন,খালেদ আহমদ ডালিম।

সভার শুরুতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক মাহবুব আহমদ। এছাড়া  ট্রাস্টের গত ৬ বছরের আর্থিক হিসাব পেশ করেন বিদায়ী কোষাধ্যক্ষ দিলওয়ার হোসেন ও সাবেক কোষাধ্যক্ষ মামুন রশীদ।সভায়   সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও ট্রাস্টের আয়-ব্যয়ের হিসাব নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং তা সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়। সভায় ট্রাস্ট সম্পর্কে কতিপয় সদস্য বিভিন্ন গনমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি দিয়ে বিভিন্ন ধরণের অভিযোগ ও মিথ্যা প্রচারণার বিষয়ে সাবেক সাধারণ সম্পাদক ও বিদায়ী সভাপতি দেলোয়ার হোসেন দীর্ঘ বক্তৃতায় প্রতিটি অভিযোগ ও  মিথ্যা প্রচারণার জবাব দেন। তিনি এসব অপপ্রচারকারী সম্পর্ক সজাগ ও সতর্ক থাকার আহবান জানান। উল্লেখ্য উক্ত সভায় ট্রাস্টের  সাবেক সভাপতি এ সভায় উপস্হিত থেকে এসব বিষয়েরও জবাব দেয়ার কথা ছিল।কিন্তু তিনি এ সভায় উপস্হিত হন নি।

পরে নির্বাচনী অধিবেশনে সভাপতিত্ব করেন  প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মাসুদ আহমদ ।এ অধিবেশনে নির্বাচন কমিশনের দুই সদস্য কাউন্সিলার সামসুল ইসলাম সেলিম ও কাউন্সিলাার আবদাল উল্লাহ উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মাসুদ আহমদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ট্রাস্টের আগামী দু’বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট পরিচালকমন্ডলীর নাম ঘোষণা করেন। নবনির্বাচিত  পরিচালকমন্ডলীর  কর্মকর্তারা হলেন সভাপতি  রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন এবং কোষাধ্যক্ষ  আলহাজ্ব আব্দুল সফিক। এছাড়া সহসভাপতি সাহেদ আহমদ, ছওয়াফ উদ্দিন, জাহিদুর রহমান ও জাকির হোসেন , যুগ্ম সম্পাদক আলী বেবুল, আতাউর রহমান আতা, যুগ্ম কোষাধ্যক্ষ আবু আহমদ সরওয়ার, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন রবিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আল মামুনুর রশীদ হিলারি , সমাজকল্যাণ সম্পাদক জুবের আহমদ, দপ্তর সম্পাদক আমিনুর রহমান সেলিম, যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন এবং পরিচালক আতিক হোসেন, বদরুল ইসলাম সাহিদ, বদরুল হক,কবির হোসেন ও শামীম আহমেদ।

এ ছাড়া সভায় এক শোক প্রস্তাবে সদ্য প্রয়াত ট্রাস্টের সাবেক সভাপতি রউফুল ইসলাম, সিনিয়র সদস্য আলহাজ্ব আব্দুল মতলিব, আলহাজ্ব হারুন রশীদ, আলহাজ্ব আব্দুর  রব,মাহমুদুর রশীদ, ডা: মতিন উদ্দিন আহমদ, আলহাজ্ব  সফিক উদ্দিন, জামাল উদ্দিন, বশির উদ্দিন, আবজল হোসেন ও অনারারি সদস্য খালেদ চৌধুরীকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন