সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড আগামী ৯ই জুলাই লন্ডনে  » «   বিশ্বনাথে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের অর্থায়নে শিশুদের ফ্রি খৎনা প্রদান  » «   রাস্তা খুলে দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে হাইকোর্টের রায়  » «   দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই  » «   লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

ডেপুটি লীডার কাউন্সিলার লু্ৎফুর রহমান ওবিই সংবর্ধিত



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ম্যানচেষ্টার সিটি কাউন্সিলের পাঁচবারের নির্বাচিত কাউন্সিলার লুৎফুর রহমানকে সংবর্ধনা দিয়েছে গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিশেন (জিএমবিএ) ।সম্প্রতি কাউন্সিলার লুৎফুর রহমান ম্যানচেষ্টার সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়ীত্ব পেয়েছেন। ম্যানচেষ্টার সিটি কাউন্সিলে তিনিই প্রথম কাউন্সিলার, যিনি একজন বাংলাদেশী বংশদ্ভোত হিসেবে এ গুরুত্বপূর্ন পদে আসীন হলেন।উল্লেখ্য যে কাউন্সিলার লুৎফুর রহমান রাণীর জন্মদিনে ঘোষিত ওবিইতে খেতাবে ভূষিত হয়েছেন এ বছর।

সোমবার (২৩ আগষ্ট) সন্ধ্যায় জিএমবিএ’র হলরুমে এক আড়মম্বরপুর্ন অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে সংবর্ধিত করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএমবিএ’র চেয়ারম্যান আব্দুল নাসের ওয়াহাব। সম্পাদক ডি এন কোরেশীর পরিচালনায় এতে অথিতি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি ও ছায়া মন্ত্রী আফজাল খান, ম্যানচেষ্টারস্থ বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার মাহমুদা খানম, ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লীডার কাউন্সিলার আব্দুল জব্বার, ম্যানেচষ্টার সিটি কাউন্সিলের নির্বাহী সদস্য সুজানা এলিজাবেথ রিচার্ড, কাউন্সিলার আফিয়া কামাল , কাউন্সিলার আলী রেজা ইলিয়াস, কাউন্সিলার ডি জিদ্রা নুর, কাউন্সিলার ইয়াসমিন্দার।
এছাড়া ম্যানচেষ্টারের স্থানীয় ও বিভিন্ন শহর থেকে অনুষ্ঠানে উপস্থিত হওয়া কমিউনিটি নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।

তরুণ হিসেবে রাজনীতিতে অংশ নিয়ে লুৎফুর রহমান তাঁর নিজস্ব এলাকা এবং ম্যানচেষ্টার সিটি কাউন্সিলে বিভিন্ন কার্যক্রম বিশেষত শিক্ষা-সংস্কৃতি এবং তরুনদের মাঝে কাজ করে একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন ম্যানচেষ্টারে বহুজাতিক কমিউনিটিতে। রাণীর জন্মদিনে ওবিই খেতাব পাওয়া কিংবা সম্প্রতি ডেপুটি লীডার হিসেবে নির্বাচিত হওয়া তার ডায়নামিক রাজনৈতিক প্রজ্ঞারই ফল—এ কথাগুলোই উচ্চারিত হয়েছে বক্তাদের আলোচনায়।

স্থানীয় এমপি আফজাল খান লুৎফুর রহমানের রাজনীতির বিচক্ষনতার ভূয়শী প্রশংসা করেন এবং জনহিতকর কার্যক্রমের কথা উচ্চারন করে তাঁকে আইডল হিসেবে উল্লেখ করেন।

কাউন্সিলার লুৎফুর রহমান তাঁর বক্তৃতায় কমিউনিটির মানুষের প্রতি তাঁর কৃতগ্গতা প্রকাশ করে আগামীতে তার রাজনৈতিক এবং সামাজিক কর্মকান্ডে সহযোগীতা অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানান। বক্তৃতার শেষে এসে তিনি বাকরুদ্ধ হয়ে তাঁর মায়ের প্রতি শ্রদ্ধা জানান এবং কমিউনিটির মানুষের সহযোগীতার পাশাপাশি তাঁকে এই জায়গায় নিয়ে আসতে তাঁর মাতা-পিতার কথা স্মরণ করেন।

উল্লেখ্য যে, গত বছর বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে লুৎফুর রহমানের মা মারা যান।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন