সিলেটে ফের দ্রুত গতিতে বাড়ছে মহামারি করোনার সংক্রমণ। শনাক্তের হার ও মৃত্যু উভয়ই বাড়ছে পাল্লা দিয়ে। অতীতের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪ জন। আর শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। সোমবার (২৬ জুলাই) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, সিলেট বিভাগে মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১০ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি ৪ জনের ৩ জন সুনামগঞ্জের ও একজন হবিগঞ্জের বাসিন্দা। এর আগে, সিলেটে একদিনে সর্বোচ্চ প্রাণহানির সংখ্যা ছিলো ১২ জন। এ নিয়ে করোনায় বিভাগে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬৩১ জন। যার ৫০১ জনই সিলেটের। আর সুনামগঞ্জে ৪৭ জন, হবিগঞ্জে ২৯ জন ও মৌলভীবাজারে ৫৩ জন। এছাড়াও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সোমবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৬৪ জনের। যার ২০৮ জন সিলেট জেলার। এছাড়াও সুনামগঞ্জের ১০৭ জন, হবিগঞ্জের ১৪৬ জন, মৌলভীবাজারের ৬২ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৩৪৩ টি। সে হিসেবে শনাক্তের হার ৪২ শতাংশ।
এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় মিলে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ২ শত ১০ জন। যার অর্ধেকের বেশিই সিলেট জেলার। জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ১ শত ৫৮ জন। এছাড়া সুনামগঞ্জে ৪ হাজার ৮৬ জন, হবিগঞ্জে ৪ হাজার ২ শত ২৭ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৭ শত ৭৬ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মোট ২৯ শত ৬৩ জনের করোনা শনাক্ত হয়।
এ সময় করোনা সিলেট জেলায় করোনা জয় করেছেন ৪২৪ জন। আর করোনা আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৭ জন।