যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা ঈদ-উল আজহার আনন্দে করছেন বাহারি কেনাকাটা। রকমারি শাড়ী, জামা কাপড়ের সাথে মহিলারা কিনছেন তাঁদের কাঙ্কিত স্বর্ণালংকার। ধর্মীয় অনুপ্রেরণায় কোরবানীর অর্ডারও দিচ্ছেন দোকানগুলোতে। করোনায় গেলো বছর লকডাউনে ঈদের আনন্দ না থাকলেও এবারে উঠে যাবে স্বাস্থ্য বিধি। এতে থাকছে প্রবাসীসহ সকলের মাঝে বাড়তি আনন্দ।
বিস্তারিত দেখুন ৫২বাংলার চীফ করেসপন্ডেন্ট চৌধুরী মুরাদ এর রিপোর্টে