বিশ্বের অন্যতম পর্যটন হ্যাব ও অভিজাত শহর বলে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবু ধাবির চেয়েও ব্যয়বহুল শহর হিসাবে ঢাকা শহরের নাম উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপকারী প্রতিষ্ঠান ‘মার্সার’ ২০২১ সালে বিশ্বের ২০৯ শহরকে অন্তর্ভুক্ত করে এ তালিকা প্রকাশ করে।
২০২০ সালের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ২৬ এ থাকলেও এ বছর তা ১৪ ধাপ পিছিয়ে ৪০তম অবস্থান পেয়েছে। অপরদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী শহর আবু ধাবি ৫৬ এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত দুবাইয়ের অবস্থান তালিকার ৪২তম স্থানে।
ব্যয়বহুল শহরের তালিকায় বাংলাদেশের নিচে রয়েছে ব্যাংকক, রোম, ওয়াশিংটন, মুম্বাই, ম্যানিলা, টরন্টো, নয়াদিল্লি, মিউনিখ, ব্রাসেলস, বার্লিন ও মস্কোর মতো বড় বড় শহর। অর্থাৎ এসব শহরের চেয়ে ঢাকায় জীবনধারণের ব্যয় বেশি।
বিস্তারিত দেখুন সাব্বির আহমেদ পরাগের প্রতিবেদনে-