বিকাল ৪টায় মসজিদ আস সুন্নার সামনে থেকে এই সমাবেশের যাত্রা শুরু করা হয় । এসময় টেনেরিফের মুসলমান সহ বিশ্বের বিভিন্ন দেশের অনান্য ধর্মাবলম্বীরা এই শান্তিপূর্ন বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করে।এসময় ফিলিস্তিনের পতকাসহ ইসরায়েলের এই বর্বরতম হত্যাযজ্ঞের নিন্দা জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের বেসামরিক লোকদের ওপর পরিকল্পিতভাবে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য এই ন্যক্কারজনক হামলা চালানো হচ্ছে। অবিলম্বে এই নারকীয় গণহত্যা বন্ধ করতে হবে,বক্তরা ইসরায়েলের এই আক্রমণকে গণহত্যা বলে আখ্যা দেন। এ সময় ফিলিস্তিনি কয়েকজন নাগরিক সমাবেশে উপস্থিত হয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ জানান।