­
­
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ: বাংলাদেশের জন্য সুযোগও সৃষ্টি হতে পারে  » «   ১০০ ডলারের টি-শার্টের শুল্ক ৪৯ ডলার!  » «   বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «  

সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে লন্ডনে  মানববন্ধন  
অভিযুক্ত কাজী জেবুন্নেছা বেগম সহ জড়িতদের শাস্তির দাবী



 

 

সাংবা‌দিক রো‌জিনা ইসলা‌মের মু‌ক্তি ও নির্যাত‌নের প্রতিবা‌দে মঙ্গলবার,১৮মে লন্ড‌নে ইউকে-বাংলা প্রেসক্লা‌বের উদ্যোগে সাংবা‌দিক‌রা প্রতীকী কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

পূর্ব লন্ড‌নের আলতাব আ‌লী পা‌র্কে শহীদ মিনার চত্বরে স্থানীয় সময় বেলা দুইটায় এ কর্মসূচি শুরু হয়।

ইউকে-বাংলা প্রেসক্লা‌ব সভাপ‌তি কে এম আবু তা‌হের চৌধুরীর সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরীর প‌রিচালনায় মানববন্ধন শে‌ষে সমা‌বে‌শে দলমত নি‌র্বিশে‌ষে ক‌মিউনিটির বিভিন্ন সংগঠন ও বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতৃবৃন্দ এতে যোগ দি‌য়ে সংহ‌তি প্রকাশ ক‌রেন।

সমা‌বে‌শে বক্তারা প্রথম আলোর সি‌নিয়র রিপোর্টার রো‌জিনা ইসলামের দ্রুত মু‌ক্তির দাবি জানান।বক্তারা বলেন,  একজন ‌পেশাদার সি‌নিয়র সাংবা‌দিক‌কে স‌চিবাল‌য়ে আট‌কে রেখে হেনস্তা, মামলা দি‌য়ে হয়রা‌নির ঘটনা আমাদের সাংবাদিকতার ওপর বড় আঘাত। অনুসন্ধানী ও দুর্নী‌তিবিরোধী সাংবা‌দিকতাকে বাঁধাগ্রস্ত করাই এস‌বের উদ্দেশ্য।

বক্তারা  বলেন, রাষ্ট্রে অন্যতম প্রশাসনিক কার্যালয়ে উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তাদের  চরম দাম্ভিকতাপূর্ণ কাজটির  সাথে জড়িতদের বিচারের আওতায় আনার এখন পর্যন্ত কোন প্রদক্ষেপ না নিয়ে উল্টো নির্ভিক সাংবাদিক রোজিনাকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে বলে ইতিমধ্যে সংবাদপত্র ও গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। ব্রিটেনে বাংলাভাষী সংবাদককর্মীরা এর তিব্র ক্ষোভ ও প্রতিবাদ করছে। এবং অবিলম্বে নির্যাতনে অভিযুক্ত অতিরিক্ত স্বাস্হ্য সচিব( বিশ্বস্বাস্হ্য অনুবিভাগ) কাজী জেবুন্নেছা বেগম সহ জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিতের জোর দাবী জানান।

সমা‌বে‌শে সংহ‌তি জা‌নি‌য়ে অন্যানের ম‌ধ্যে যোগ দেন ও বক্তব্য রা‌খেন ব্যারিস্টার না‌জির আহমদ, রহমত আলী, আব্দুল মু‌নিম ক্যারল, রিয়াদ হাসান, প্রেসক্লাব সহ-সভাপ‌তি বিপ্লব কুমার পোদ্দার,‌বাংলা‌দেশ প্রতি‌দি‌নের আসম মাসুম,এটিএন বাংলার মোস্তাক বাবুল, আইওন টিভির চৌধুরী মুরাদ, সময় টি‌ভির সো‌য়েব কবীর, বাংলা ভিশ‌নের আব্দুল হান্নান, ওয়ান বাংলার ডটকম এর জাকির হোসেন কয়েছ,এডিটরস ডটকমের আহাদ চৌধুরী বাবু,৫২বাংলা টিভির আনোয়ারুল ইসলাম অভি,  বাংলা সংলাপের সাজু আহমদ,সান রাইজ ডটকম এর এনাম চৌধুরী, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ট্রেজারার সাইদুল ইসলাম, সাংবাদিক আব্দুল বা‌ছিত বাদশা, আজিজুল আম্বিয়া, মাহবুব সু‌য়েদ, মিনহাজুল আলম মামুন, মাহমুদুর রহমান শানুর, জয়নাল আবে‌দিন, ইউসুফ জাকা‌রিয়া খান, মে‌হেদি হাসান মারুফ,‌ মিছবাউর রহমান, আতিয়া বেগম, তাহমিনা আক্তার প্রমুখ।

 

সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে লন্ডনে  মানববন্ধন 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন