­
­
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ: বাংলাদেশের জন্য সুযোগও সৃষ্টি হতে পারে  » «   ১০০ ডলারের টি-শার্টের শুল্ক ৪৯ ডলার!  » «   বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «  

যুক্তরাজ্য আরও ১ হাজার ভেন্টিলেটর পাঠাচ্ছে ভারতে



করোনায় বিপর্যস্ত ভারতে যুক্তরাজ্য আরও এক হাজার ভেন্টিলেটর পাঠাবে। এছাড়া দেশটিতে বসবাসকারী ভারতীয় চিকিৎসকদের একটি সংগঠন টেলিমেডিসিনের মাধ্যমে ভারতকে সহযোগিতার প্রস্তাবও দিয়েছে।

যুক্তরাজ্য ইতোমধ্যে ৪৯৫টি অক্সিজেন কনসেনট্রেটর (বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করার যন্ত্র) ও দুশো ভেন্টিলেটর ভারতে পাঠিয়েছে। তিনটি বড় উৎপাদন ইউনিটও পাঠানো হচ্ছে যেগুলো অক্সিজেন কারখানা হিসেবে ব্যবহৃত হবে।

রোববার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বিবিসিকে বলেন, ‘আমরা খুব দ্রুত এক হাজার ভেন্টিলেটরের একটি প্যাকেজ পাঠাচ্ছি।’

জি-৭ বৈঠক উপলক্ষে লন্ডনে সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাব।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে। কয়েকদিন আগে করোনা সংকটের কারণে জনসন দিল্লি সফর বাতিল করেন।

রাব বলেন, ‘ভারতের প্রয়োজনের সময়’ যুক্তরাজ্য সবকিছু করবে। যদিও ব্রিটিশ সরকার জানিয়েছে, এ মুহূর্তে পাঠানোর মতো অতিরিক্ত ভ্যাকসিন তাদের কাছে নেই।

যুক্তরাজ্যে প্রচুর সংখ্যক ভারতীয় বসবাস করে। তারা সরঞ্জাম ভারতের হাসপাতালে অক্সিজেন ও প্রয়োজনীয় পাঠাতে অর্থ সংগ্রহ করছে।

ব্রিটিশ অ্যাসোসিয়েশোন অব ফিজিশিয়ান্স অব ইন্ডিয়ান অরিজিন (ব্যাপিও) নামক একটি সংগঠনের সদস্যরা টেলিমেডিসিনের মাধ্যমে ভারতের কম-গুরুতর করোনা রোগীদের পরামর্শ দেয়ার একটি উদ্যোগ নিয়েছেন। ভারতে করোনা চিকিৎসায় হিমশিম খাওয়া চিকিৎসকদের ওপর চাপ কমাতেই এই উদ্যোগ নিয়েছেন ব্যাপিওর সদস্যরা।

ব্যাপিওর সভাপতি পরাগ সিংঘাল বলেন, ‘আমরা অর্থ সংগ্রহের মাধ্যমে অক্সিজেন কনসেনট্রেটর পাঠাচ্ছি যেন আইসিইউ বেডের সক্ষমতা বাড়ানো যায়।’

তিনি আরও বলেন, ‘আমরা ভারতে আমাদের ক্লান্ত সহকর্মীদের সহযোগিতা করার চেষ্টাও করছি – চিকিৎসকরা অত্যধিক পরিশ্রম করছেন, তারা অনেক চেষ্টা করছেন।’

তিনি বলেন, ব্যাপিওর চিকিৎসকরা ভারতের হাসপাতালে করা করোনা পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে ফোন ও অনলাইনে পরামর্শ দেবে।

যুক্তরাজ্যের ২৫০ জন স্বেচ্ছাসেবী চিকিৎসক টেলিমেডিসিন দেয়ার উদ্যোগে স্বাক্ষর করেছেন। তারা এক হাজার স্বেচ্ছাসেবী জোগাড়ের চেষ্টা করছেন। ভারতের বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের হাসপাতাল ও ছোট ক্লিনিকগুলোতে তারা এ সেবা দেবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন