করোনার তৃতীয় ধাপ মোকাবেলায় সিলেটের বিয়ানীবাজারে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি নিশ্চিত ও মাস্ক পরা বাধ্যতামূলক করতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু হয়েছে। এসময় করোনার সংক্রমণ রোধে সচেতনতা বাড়াতে মাস্কও বিতরণ করা হয়।
বুধবার বিকালে পৌরশহরে উপজেলা প্রশাসন করোনা সংক্রমণের তৃতীয় ধাপ মোকাবেলায় জনসচেতনতামূলক পথসভা করেছে। এসময়করোনা রোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেয়া হয়।
পথসভায় ইউএনও মো. আশিক নূর বলেন, করোনা মোকাবেলায় সকল ধরণের প্রদক্ষেপ অব্যহতা থাকবে। মানুষ মাস্ক পরিধানে অবহেলা করছে। আজকে মাস্ক বিতরন করেছি , জনসচেতনতার লক্ষ্যে পথসভা করেছি। স্বাস্থ্যবিধি না মানলে কাওকে ছাড় দেয়া হবে না। প্রয়োজনে জেল জরিমানা করা হবে।
পথসভায় অন্যন্যদের উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, বিয়ানীবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ছায়ফুল আলম ঝুনু, বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার।