বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ খান এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার,থানা ইনচার্জ মোঃ ইমরান হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক তজিমুল হক চৌধুরী, শেখ শাহ্ নেওয়াজ ফুল, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, চেয়ারম্যান রেখাছ মিয়া, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, এড, আসাদুজ্জামান খান তুহিন, কাউছার হোসেন।