­
­
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা  » «   ট্রাম্প ও শির যুদ্ধ প্রস্তুতি কী বার্তা দিচ্ছে বিশ্বকে  » «   যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কেন সবসময় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে  » «   ‘তৌহিদী জনতার’ হুমকি : এবার ঢাকায় নাটকের প্রদর্শনী বাতিল  » «   মার্চ ফর গাজা: ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সোহরাওয়ার্দীতে জনসমুদ্র  » «   চারুকলায় আগুনে পুড়ে গেছে আলোচিত ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ, রহস্যজনক বলছে পুলিশ  » «   ট্রান্সশিপমেন্ট বাতিলে ভারতের বিতর্কিত সিদ্ধান্তের নেপথ্যে যা  » «   ‘বাংলাদেশিসহ’ ৪০ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠাল ইতালি  » «   বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?  » «   আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল  » «   ২০২৪ সালে লন্ডন ছেড়েছেন ১১ হাজার ধনী, কোথায় যাচ্ছেন তাঁরা  » «   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে নেমে আসবে: গভর্নর  » «   মডেল মেঘনা বিশেষ ক্ষমতা আইনে জেলে, অভিযোগ ছাড়াই আটকের যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন  » «   ‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করবে ছায়ানট  » «   মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল  » «  

ভরাট হওয়া হাকালুকি হাওর, জুড়ী ও সোনাই নদী খনন করা হবে
বড়লেখায় মন্ত্রী মো. সাহাব উদ্দিন এমপি



বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, একটি সোনার বাংলা গড়তে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, তা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। বাংলাদেশ এখন উন্নয়নশীল রাস্ট্রের তালিকায়। শেখ হাসিনার বিরুদ্ধে আজও ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের আহ্বান জানান।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ও  উদ্যোগে আজ প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়বেন, সেদিন খালেদা জিয়া বলেছিলেন, এটা আবার কি? বর্তমান বাস্তবতা হলো-  বড়লেখা থেকে মুক্তিযোদ্ধা সিরাজ ভাই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন। এটা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কারণে সম্ভব হয়েছে।

মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেন, ২০৪১ সালে শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত দেশ হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ। তিনি  স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন কাজে সহযোগিতার লক্ষ্যে  সমাজ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

মন্ত্রী  বক্তব্যে তার নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে বলেন, হাকালুকি হাঁওর, জুড়ী নদী, সোনাই নদী ভরাট হয়ে পরিবেশ বিনষ্ট হয়েছে। আমরা পর্যায়ক্রমে সব নদী খনন করব।  তিনি  ভূমিদস্যদের সতর্ক করে বলেন, পরিবেশ রক্ষা করতে টিলা কাটা যাবেনা। টিলা কাটায় সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রসাশন কঠোর ব্যবস্থা নিবে।

৫ মার্চ, শুক্রবার, বিকেল ৫ টায় জেলা পরিষদ মিলনায়তন বড়লেখায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এড. জিল্লুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব সালেহ আহমদ জুয়েল এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন,  বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি  নির্মল রঞ্জন গুহ।

উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ময়নুল হকের কোরআন তিলাওয়াতের মাধ্যমে  সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হক।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, সেচ্ছাসেবকলীগ আওয়ামীলীগের একটি ব্যতিক্রমধর্মী সংগঠন।শেখ হাসিনা সেবা করছেন,আর আমরা তার ভ্যানগার্ড হিসেবে কাজ করছি।

সেচ্ছাসেবকলীগের প্রতি আকৃষ্ট হচ্ছে। সারা দেশে সেচ্ছাসেবকলীগ একটি সু সংগঠিত সংগঠন। দীর্ঘদিন আওয়ামীলীগ ক্ষমতায় আছে। এই ধারাকে ধরে রাখতে সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের সেবার মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে। নেতৃবৃন্দ কে উদ্দেশ্য করে বলেন,যারা দলের জন্য কাজ করে তাদেরকে মুল্যায়ন করতে হবে। তৈলবাজদের কে প্রতিহত করতে হবে।যার কাজ ভালো তাকে দলে মুল্যায়ন করবেন। চেহারা দেখে তৈলবাজদেরকে প্রশ্রয় দিবেন না।

নির্মল রঞ্জন গুহ  নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন,যারা দলের জন্য কাজ করে তাদেরকে মুল্যায়ন করতে হবে। তৈলবাজদের কে প্রতিহত করতে হবে। চেহারা দেখে তৈলবাজদেরকে প্রশ্রয় দিবেন না। এখন স্যোশাল মিডিয়ার যুগে আপনারা দলের কোনো নেতাকর্মীকে নিয়ে ফেইসবুকে লেখালেখি করবেন না। এ ব্যাপারে সেচ্ছাসেবকলীগ কঠোর ব্যবস্হা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড ফেইসবুক সোস্যাল মিডিয়ায় তুলে ধরবেন।

সম্মেলনে বিশেষ অতিথির  বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি  সুব্রত পুরকায়স্থ, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, উপ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন,উপ প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্বা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মুক্তিযোদ্বা সিরাজ উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর,বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী।

উপস্থিত ছিলেন কমলগন্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আজাদুর রহমান আজাদ পিপি, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন কয়েছ,মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মিন্টু, সুনামগন্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অনু, বড়লেখা পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ও জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কিশোর রায় চৌধুরী মনি, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাহবুব আলম জলিল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকারিয়া, উপজেলা তাঁতীলীগের আহবায়ক মহি উদ্দিন গোলজার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিফতা উদ্দিন।

সভা শেষে বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নবগঠিত কমিটির সভাপতি হিসাবে এড. জিল্লুর রহমান  ও ফরহাদ আহমদ কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন