­
­
শনিবার, ৩ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের ফুটবল দলের হয়ে খেলতে এবার আসছেন কানাডা থেকে শামিত সোম  » «   দেশে ফিরছেন জোবাইদা রহমান : ৪ ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি  » «   ভারত-পাকিস্তান : প্রকাশ্যে যুদ্ধংদেহি, আড়ালে বিশাল বাণিজ্য  » «   বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট, কোম্পানি বলছে ‘সাময়িক’  » «   পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞায় কী প্রভাব পড়বে বাংলাদেশ–ভারতে  » «   কাশ্মীর হামলা: কেমন হতে পারে ভারতের জবাব, ইতিহাস কী বলে?  » «   মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?  » «   বিএনপি না জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?  » «   সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «  

গোলাপগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র রাবেল ও কাউন্সিলারদের শপথ গ্রহন



গোলাপগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেল সহ ৯টি ওয়ার্ডের সকল কাউন্সিলার ও সংরক্ষিত মহিলা কাউন্সিলারদের শপথ গ্রহন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০ টায় সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের হল রুমে এ শপথ গ্রহন সম্পন্ন হয়। এ সময় জকিগঞ্জ পৌরসভার নব- নির্বাচিত মেয়র মো. আব্দুল আহাদ সহ ৯ টি ওয়ার্ডের কাউন্সিলার ও সংরক্ষিত মহিলা কাউন্সিলার গন ও একই সাথে শপথ গ্রহন করেন।
শপথ গ্রহন অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া।শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান (এনডিসি)।

শপথগ্রহন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, গেলাপগঞ্জ পৌরসভার ২য় বার নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেল। কাউন্সিলারদের পক্ষ থেকে বক্তব্য দেন  কয়েকবার  নির্বাচিত ৭নং ওয়ার্ড কাউন্সিলার হেলালুজ্জামান হেলাল ও সংরক্ষিত মহিলা কাউন্সিলার মনোয়ারা ফেরদৌস মনাক্কা।

এদিকে একইভাবে বক্তব্য দেন জকিগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র মো. আব্দুল আহাদ ও পুরুষ কাউন্সিলার ১ জন এবং মহিলা কাউন্সিলার ১ জন।

শপথ গ্রহন অনুষ্ঠানে শপথ গ্রহন করেন, গোলাপগঞ্জ পৌরসভার নব- নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেল, ১নং ওয়ার্ড কাউন্সিলার জহির উদ্দিন সেলিম, ২নং ওয়ার্ড কাউন্সিলার জামেল আহমদ চৌধূরী জামিল,৩নং ওয়ার্ড কাউন্সিলার জবান আলী, ০৪ নং ওয়ার্ড কাউন্সিলার এম ফজলুল আলম, ৫নং ওয়ার্ড কাউন্সিলার রুহিন আহমদ খান, ৬ নং ওয়ার্ড কাউন্সিলার জায়েদ আহমদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলার হেলালুজ্জামান হেলাল, ৮নং ওয়ার্ড কাউন্সিলার ফারুক আলী, ৯নং ওয়ার্ড কাউন্সিলার নজরুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলার ১ ২ ৩ নং ওয়ার্ডের শেফা তালুকদার, ৪ ৫ ৬ নং ওয়ার্ডের মেহেরুন বেগম ও ৭ ৮ ৯ নং ওয়ার্ডের মনোয়ারা ফেরদৌস মনাক্কা।
একইভাবে শপথ গ্রহন করেন, জকিগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র মো. আব্দুল আহাদ ও ৯টি ওয়ার্ডের কাউন্সিলার ও মহিলা কাউন্সিলার বৃন্দ।

শপথগ্রহন অনুষ্টানে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌরসভার ফলিক মিয়া, আজমল আলী, আব্দুল কাইয়ুম চৌধূরী, শাহিন আহমদ, মনোহর আলী, ছিদ্দেক আলী, জমির আলী, কাওছার আহমদ, শাকিল হোসেন, আমিন আলী, ফয়জুল আহমদ ফয়ছল, ছোলেমান আহমদ, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম সুনা, সিরাজ উদ্দিন, খলিলুর রহমান, তোফায়েল আহমদ চৌধূরী, এনায়েত করীম খুকন, টিপন আহমদ চৌধূরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সৈয়দ নুরুল ইসলাম মাসুদ, রফিক রাজা, আব্দুর রহমান চৌধুরী দারা মিয়া, আনোয়ার আহমদ, সমছু মিয়া, মহব্বত আলী, পৌর ছাত্রলীগ সভাপতি কামরান আহমদ, ইসলাম উদ্দিন, ফখর উদ্দিন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন