‘মানুষ মানুষের জন্যে’এই স্লোগান কে সামনে রেখে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে এগিয়ে এসেছে সিলেট বিভাগের ঐতিহ্যবাহি সংগঠন কুয়েত জালালাবাদ এসোসিয়েশন।
সংগঠনের পক্ষ থেকে সিলেট ওসমানী নগর থানার ক্যান্সার আক্রান্ত রোগী মাদ্রাসা শিক্ষক মাওলানা সাহেবকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে । গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সংগঠনের উপদেষ্টা মহির কান্তির বাসভবনে
সংগঠনের সভাপতি ইজাজুর রহমানের জুনেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাওকত আলীর সঞ্চালনায়, এতে বক্তব্য রাখেন সিলেটের প্রবিন কমিনিউটি নেতা জালালাবাদ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী মোহাম্মদ আলি, আশরাক আলি ফেরদৌস, বিশিষ্ট ব্যাবসায়ী নজমুল মিয়া,যুগ্ন সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী দানবীর মোরাধুল হক চৌধুরী সিলেটের প্রবিন কমিনিউটি নেতা হারুন মিয়া, জাহিদুল হক,আজাদ মিয়া, আজিজ মিয়া, সিরাজ মিয়া,এ,এইচ খান এনাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে সভাপতি ইজাজুর রহমান জুনেল,ক্যান্সার আক্রান্ত রুগির জন্যে রিপন মিয়ার কাছে নগদ অর্থ প্রদান করেন।