­
­
শনিবার, ১২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?  » «   আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল  » «   ২০২৪ সালে লন্ডন ছেড়েছেন ১১ হাজার ধনী, কোথায় যাচ্ছেন তাঁরা  » «   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে নেমে আসবে: গভর্নর  » «   মডেল মেঘনা বিশেষ ক্ষমতা আইনে জেলে, অভিযোগ ছাড়াই আটকের যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন  » «   ‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করবে ছায়ানট  » «   মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল  » «   যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ: বিপজ্জনক খেলা, পথ নেই পিছু হটার  » «   বিশ্বকে বদলে দিতে বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ  » «   প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি  » «   নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «   সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার  » «   ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে বাটা-কেএফসি ভাংচুর : ৪ মামলা, গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান  » «   গাজায় গণহত্যা: ছয় জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর, হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ  » «   গাজার ৫০ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে, সংকুচিত হয়ে পড়ছেন ফিলিস্তিনিরা  » «  

টাওয়ার হ্যামলেটস’র স্টাফদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু



ব্রিটেনে করোনা ভ্যাকসিন নিয়ে চলছে নানা কথা। পক্ষে বিপক্ষে অনেক মতামত দিচ্ছেন, সেসব কথার মধ্যে যেমন সংস্কার আছে তেমনি আছে কুসংস্কার এমনকি ভয় ভীতিও। হারাম হালাল নিয়েও অনেক ফতোয়া সৃষ্টি হয়েছে, তবে অধিকাংশ আলেম উলামা ভ্যাকসিন দেয়ার পক্ষে মতামত দিয়েছেন।

করোনাভাইরাস ছড়ানোর প্রায় এক বছর পর বিশ্বের প্রথম দেশ হিসাবে ফাইজার/বায়োএনটেকের করোনাভাইরাস টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য; মঙ্গলবার (২২ ডিসেম্বর’২০) থেকে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকা প্রয়োগ করছে যুক্তরাজ্যে।

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লন্ডন ব্যরো অফ টাওয়ার হ্যামলেটস এর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট স্টাফরা আজ ২৭ জানুয়ারি রয়েল লন্ডন হসপিটালে করোনা ভ্যাকসিন প্রয়োগ করছেন। ফ্রন্ট লাইন স্টাফ হিসেবে নির্ধারিত সময়ের আগেই করোনা ভ্যাকসিন প্রয়োগ করছেন। রবার্ট রেডিং, রয় লরেন্স, গ্রিমা মেকুরিয়া, ক্রিশটিন লং, মেলভিন, এঞ্জেলা, আবুল কাবির, মাছুম আহমেদ, আনাস জামান, ফাতেহা বেগম, রেজওয়ানা বক্স, আয়শা, হাছিনা বেগম, পল ভল্কব, টিনা নাগুতন, মার্টিন, রওশনারা বেগম, রিনি পল, রহিমা, কেটি জন্সন, নজরুল ইসলাম ও মোহাম্মাদ জাহেদীসহ আরো অনেকেই ইতিমধ্যে ভ্যাকসিন প্রয়োগ করছেন। পর্যায়ক্রমে ২/৩ দিনের ভিতর বাকী সকল স্টাফরা ভ্যাকসিন প্রয়োগ করবেন।

করোনা সংক্রমণ ঠেকাতে বায়োনটেক-ফাইজার ভ্যাকসিন দিতে শুরু করেছেন গোটা ব্রিটেন জুড়ে। এ পর্যন্ত প্রায় সত্তর লক্ষ মানুষ করোনা ভ্যাকসিন প্রয়োগ করছেন। ব্রিটেনের মানুষ আশাবাদী এই ভ্যাকসিনের মাধ্যমে করোনায় জীবনাবসানের আশঙ্কা থেকে মুক্তি মিলবে এবং মহামারি কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন। টিকা প্রয়োগের মতো বিশাল কঠিন কাজ যখন শুরু হচ্ছে, আশা করা যায় এই সমস্যাও কাটিয়ে উঠবে বিশ্ববাসী।

আপাতত ৫০টি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে দেয়া হচ্চে ফাইজারের ভ্যাকসিন। মার্কিন ও জার্মানির উদ্যোগে তৈরি এ টিকা করোনা
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ইমিউনোলজিস্ট অধ্যাপক ড্যানি অল্টম্যান বিবিসিকে বলেছেন, টিকার পুরো কার্যকারিতা তৈরি হতে কমপক্ষে দুই সপ্তাহ বা সম্ভবত আরো বেশি সময় লাগে।

যারা টিকা নিচ্ছেন তাদের থেকে কি আবার করোনা ছড়াতে পারে এমন প্রশ্নের জবাবে বিবিসির বিজ্ঞানবিষয়ক সংবাদদাতা ডেভিড শুকম্যান জানান, এটা এক গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বাস্তবতা হচ্ছে এ ব্যাপারে কেউ নিশ্চিত নন। এর কারণ হলো, টিকার ট্রায়ালগুলোতে দুটি জিনিস দেখা হয়েছে।

একটি হলো- টিকাটি নিরাপদ কিনা এবং অপরটি হলো- তা করোনাভাইরাস আক্রান্তদের গুরুতর অসুস্থ হয়ে পড়া কতখানি ঠেকাতে পারে। দুটি ক্ষেত্রেই ভালো ফল পাওয়া গেছে। কিন্তু ভ্যাকসিন নিলেও একজন থেকে আরেকজনে করোনাভাইরাস ছড়াতে পারে কিনা তার অনুসন্ধান করা হয়নি। ফলে যারা টিকা নিয়েছেন তারা অন্যদের মধ্যে ভাইরাস ছড়াতে পারেন কিনা এ বিষয়টি এখনো অজানা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন