সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড আগামী ৯ই জুলাই লন্ডনে  » «   বিশ্বনাথে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের অর্থায়নে শিশুদের ফ্রি খৎনা প্রদান  » «   রাস্তা খুলে দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে হাইকোর্টের রায়  » «   দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই  » «   লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

পূর্বাচল-দ্য ইস্টার্ন স্কাই এর কার্যকরী কমিটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

গত ১৭ জানুয়ারী যুক্তরাজ্যের পূর্বাচল-দ্য ইস্টার্ন স্কাই এর কার্যকরী কমিটির বার্ষিক সাধারণ সভা এক সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডক্টর নাজিয়া খানম ওবিই ডিএল। সভায় পরিচিতিপর্ব ও শুভেচ্ছা বিনিময়ের পর ডক্টর নাজিয়া খানম ওবিই ডিএল পূর্বাচলের ফেলে আসা গৌরবময় অতীতের স্মৃতিচারণ করেন। তিনি ১৯৯৭ এ রেডিও রমাদানে একমাসব্যাপী সফল অনুষ্ঠান পরিচালনার মধ্য দিয়ে জন্ম নেয়া পূর্বাচলের নানান দিক তুলে ধরেন। তিনি এই সংগঠন প্রতিষ্ঠার যাদের কঠোর পরিশ্রম আর সহযোগিতার হাত ছিল প্রসারিত তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পাশাপাশি নতুন সদস্যদের শুভেচ্ছা জানান।

এর পর ডক্টর আনোয়ারুল হক সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন। একইভাবে তিনিও সংক্ষেপে পূর্বাচলের নানা কর্মকাণ্ডের উপরে আলোকপাত করেন। তিনি বলেন পূর্বাচল অন্যান্য সম্প্রদায়কে ও সংগঠনকে সাথে নিয়ে উদযাপন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, রবীন্দ্র নজরুল জয়ন্তী, বিবিসি’র সহায়তায় বাংলাদেশী ও মুসলিম ঐতিহ্য শীর্ষক সপ্তাহব্যাপী প্রদর্শনী, ফ্যাশন শো, কার্নিভালে পালকিতে বর-বধুকে নিয়ে শহর প্রদক্ষিন, শিশু কিশোরদের সাথে নিয়ে হ্যাপী ফিট নাচ প্রদর্শন, লুটন মেলায় অংশগ্রহন সহ ছোট বড় অনেক নাটক ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে স্থানীও এমপি, মেয়র, বাংলাদেশের হাই কমিশনার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ যেমন বিখ্যাত কলামিস্ট ও একুশের গানের রচয়িতা জনাব আবদুল গাফফার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে নির্বাচনের মূখ্য আধিকারিক ডক্টর ডেভিড চিজমেন নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করেন। ডক্টর নাজিয়া খানম ওবিই ডিএল কে সভাপতি ও ডক্টর আনোয়ারুল হককে সাধারণ সম্পাদক করে পূর্বাচল-দ্য ইস্টার্ন স্কাই এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। ইউকে এর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে পূর্বাচল সদস্যদের উপস্থিতিতে ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নিম্নে এই কমিটির সদস্যদের বিবরণ দেয়া হলো।

সভাপতি ডক্টর নাজিয়া খানম ওবিই ডিএল, সহ সভাপতি শাহনাজ সাদ ও মোয়াজজেম হোসেন, সাধারণ সম্পাদক ডক্টর আনোয়ারুল হক, যৌথ সাধারণ সম্পাদক এ হাদি ফয়সাল, কোষাধ্যক্ষ মমিনুর মুরাদ, যৌথ কোষাধ্যক্ষ শাফিনাজ পেইন, সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক খান মাজুবা, যৌথ সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক সুলতানা ফেরদৌসি, সদস্য বিষয়ক সম্পাদক জিনাত মান্নান, যৌথ সদস্য বিষয়ক সম্পাদক ফারহানা চৌধুরী, প্রচার ও প্রসার সম্পাদক মেহেদি কবির, যৌথ প্রচার ও প্রসার সম্পাদক এম আবদুল মতিন। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে ফাতেমা ইসলাম, এম আব্দুর রাকিব, শৌকাতুর রহমান শাহিন, এম ফরিদ আহমেদ, তাহির খান ও উর্মিলা আফরোজকে নির্বাচিত করা হয়।

সুন্দরভাবে এই নির্বাচন অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য পূর্বাচল সদস্যবৃন্দ ডক্টর ডেভিড চিজমেনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত নতুন ও পুরনো সব সদস্যই পূর্বাচলের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে বক্তব্য দেন। পরিশেষে সংগঠনের সভাপতি ডক্টর নাজিয়া খানম ওবিই ডিএল নব গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করেন।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন