৫ জুন মঙ্গলবার, স্থানীয় সময় দুপুর ১২টার কিছু পরে বড় করে ‘কাতার’ অলঙ্কৃত নিজস্ব বিমানে আল-উলা বিমানবন্দরে পৌঁছান তিনি।
উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের ৪১তম সম্মেলন অনুষ্ঠিত হয় মদিনা মুনাওয়ারা প্রদেশের উলা শহরে। সৌদির অন্যতম সেরা বৈচিত্র্যময় প্রকৃতির দর্শনীয় শহর এটি।
বিমানবন্দরে কাতারের আমিরকে স্বাগত জানাতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন। করোনাভাইরাস সংক্রমণে সতর্কতা ও মাস্ক পরে থাকা সত্ত্বেও উভয় নেতা পরস্পরকে জড়িয়ে ধরেন।
দীর্ঘ সাড়ে তিন বছরের মান-অভিমান ভুলে পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুসংহত করে। প্রথম পদক্ষেপ হিসাবে এর একদিন পূর্বে দেশটির সাথে একমাত্র স্থলসীমান্ত খুলে দেয় সৌদি আরব। কুয়েতের মধ্যস্হতায় এই সম্পর্ক পুনরুদ্ধার হয়।
আল-উলার মারাইয়া হলের সম্মেলনে অংশ নেন কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহ, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ, বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা ও ওমানের উপ-প্রধানমন্ত্রী সাইয়্যিদ ফাহাদ বিন মাহমুদ আল-সাইদ সহ তাদের প্রতিনিধিত্বকারী দলের সদস্যরা।
সম্মেলনে জিসিসি নেতৃবৃন্দ আল-উলা ঘোষণাপত্র স্বাক্ষর করেন।