দিরাই পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী বিশ্বজিৎ রায়ের পক্ষে পথসভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা সাখাওয়াত হোসেন শফিক বলেন, প্রাচীন ও বৃহত্তর দল হিসেবে আওয়ামী লীগের অনেকেই মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন পেয়েছেন একজন। আওয়ামী লীগের নৌকা মার্কাকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। সবাই কাজ না করলে জয় হবে না। এবারের নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। কেননা উন্নয়ন, অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। তাই শেখ হাসিনার নৌকা মার্কাকে জয়ী করুন।আর যারা দলীয় আনুগত্য ও নির্দেশনা অমান্য করে নিজস্ব সার্থ প্রাধান্য দিচ্ছেন তারা প্রকারান্তরে দল,এবং নেতার বিরুদ্ধে বিদ্রোহ করছেন। তারা এই যুগের মীর জাফরের উত্তরসূরী।
সোমবার (২১ ডিসেম্বর) দিরাই পৌর শহরে আয়োজীত সভায় শফিক বলেন, অভিমান ভুলে যান, কে প্রার্থী হয়েছেন সেটি বড় কথা নয়। আমাদের নেত্রী শেখ হাসিনা। তার মার্কা নৌকা। তাই আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে জয়ী করতে হবে।এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন সহ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।