বুধবার, ১৯ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
ধর্মীয় উগ্রবাদ ঠেকাতে না পারলে ফের গণতন্ত্রের কবর হবে: তারেক রহমান  » «   জাতীয় পার্টির ইফতারে হামলা: দেশ ধ্বংসের মুখে চলে যাচ্ছে, এই সরকার দ্রুত বিদায় নিলেই মঙ্গল: জি এম কাদের  » «   আবার ‘জিয়া উদ্যান’ হলো ‘চন্দ্রিমা উদ্যান’  » «   বিশ্বযুদ্ধের স্মৃতিসৌধে বাবার নাম ‘চান না’ সিলেটের আতাউর  » «   মহাসড়কে প্রবাসী গাড়ি টার্গেট করে ডাকাতি : নজরদারি বাড়ানের দাবি, অতিরিক্ত ৭০০ পুলিশ মোতায়েন  » «   রাজধানীতেই আরেকটি বিশ্ববিদ্যালয়! অনুমোদন পেল ‘গ্রামীণ ইউনিভার্সিটি’  » «   আরসা প্রধান জুনুনিকে গ্রেপ্তারের দাবি র‌্যাবের  » «   হিন্দুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়, রাজনৈতিক: মার্কিন সিনেটরকে প্রধান উপদেষ্টা  » «   দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন  » «   বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন: তুলসী গ্যাবার্ড  » «   রেমিটেন্সের নামে এক ব্যক্তি এনেছেন ৭৩০ কোটি টাকা!  » «   সিলেটে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী, বললেন, ‘ইনশাল্লাহ আমরা উইন খরমু’  » «   এমসি কলেজে ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালেই  » «   জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি  » «   অভ্যুত্থানের ছাত্রনেতাদের আরেকটি দল আসছে, নেতৃত্বে শিবিরের সাবেকরা  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

লন্ডনে কাউন্সিলার এডভোকেট ছালেহ আহমদের  সাথে বিয়ানীবাজার উপজেলা ও সরকারী কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দের মতবিনিময়



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

লন্ডন সফররত সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিমের সাথে বিয়ানীবাজার উপজেলা ও সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের  এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

গত ২৫ অক্টোবর  মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে  বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম শামীম ও যুগ্ম আহবায়ক ফয়ছল উদ্দীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি  শহীদ সন্তান  বাবুল হোসেন।

মতবিনিময় সভার প্রধান অতিথি  ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।

বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন , যুক্তরাজ্য আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী , সহ-দপ্তর সম্পাদক খসরুজ্জামান খসরু , বিয়ানী বাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল হোসেন ওয়াদুদ , ক্যামব্রিজ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকসুদ রহমান , যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান  , যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আজাদ ।

মতবিনিময় সভায়  বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ছরওয়ার আহমদ , জিএস জেবুল ইসলাম , সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দীন কামাল কয়েছুজ্জামান রুনু , মুসা আহমদ , জসিম উদ্দীন , আবুল কাশেম , সেতু আহমদ , আনোয়ার হোসেন , দেলোয়ার হোসেন দেলু , দিলাল আহমদ , নূর উদ্দীন লোদী , সাইদুর রহমান , শামীম আহমদ , মাহবুব আহমদ , সুবিন আহমদ , রাসেল আহমদ জুয়েল, ছদরুল হক প্রমুখ।

বক্তারা বলেন, এডভোকেট ছালেহ আহমদ সেলিম  ছাত্ররাজনীতিতে  অত্যন্ত মেবাধী ও পরিশ্রমী ছাত্রনেতা ছিলেন।কর্মীবান্ধব ও ত্যাগী ছাত্রনেতা হিসাবে তিনি নিজ অঞ্চল সহ সিলেটে সুপরিচিত। তিনি একজন  সমাজসেবী   হিসাবে সিলেট সিটি করপোরেশনের একজন সফল কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করছেন। সেখানেও তিনি সমানভাবে জনপ্রিয়। এসবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে,সততা ও প্রগতিশীল চিন্তা- চেতনায় তৃণমূল মানুষের জন্যে কাজ করায়।

বক্তারা দীর্ঘ বিশ বছর ধরে  সিলেটের বিয়ানীবাজার  উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের কমিটি গঠন না হওয়াতে ক্ষোভ প্রকাশ করে বলেন- বিয়ানীবাজারের ছাত্রলীগ ও যুবলীগকে পরিকল্পিতভাবে নেতৃত্বশূণ্য করা হচ্ছে। এজন্য আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিয়ানীবাজার- গোলাপগঞ্জ সংসদীয় আসনের এমপি নুরুল ইসলাম নাহিদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, এমপি নাহিদের স্বদিচ্ছা না থাকায় দীর্ঘ দুইযুগ থেকে ছাত্রলীগ ও যুবলীগের কমিটি গঠিত হচ্ছে না।যার বিরুপ প্রভাব পড়ছে সিলেট-বিয়ানীবাজারের প্রগতিশীল রাজনীতিতে।  বিগত উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচনে  নৌকা প্রতিকের  ভরাডুবি তার বড় উদাহরণ।

সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  ও সিলেট সিটি কাউন্সিলার  এডভোকেট ছালেহ আহমদ সেলিম  সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আমার রাজনৈতিক ও সামাজিক পথ চলা।তিনি মাননীয় প্রধানমন্ত্রীর  উন্নয়নের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে  প্রবাসীদের যার যার অবস্থান থেকে তৃণমূল মানুষের কল্যাণে  কাজ করার অনুরোধ জানান।

তিনি বলেন, সিলেটের অসংখ্য ত্যাগী ও মেধাবী ছাত্রনেতা যুক্তরাজ্যে বাস করছেন । সবাইকে নিজ নিজ অঞ্চলে প্রগতিশীল তরুণদের মাঝে সততা ও বিজ্ঞান ভিত্তিক রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, প্রতিটি তরুণদের নিজ থেকে তার অধিকার আদায়ে সচেতন হওয়া জরুরী।

রাতের  প্রীতিভোজের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন