অনুষ্টানে পুষ্পস্তবক অর্পণ,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা ছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি,মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বাণীপাঠ শেষে মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের তাৎপর্য নিয়ে নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পরে অনুষ্ঠিত হয় বিজয় দিবেসর আলোচনা অনুষ্টান। এতে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনায় অংশ নিয়ে বক্তারা বাঙালীদের জীবনে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির নিানা চিত্র তুলে ধরেন ।